খুলনা-৪ আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী জুথী খাতুনের সাক্ষাৎকার
বিশেষ প্রতিনিধিঃ ফাহিম ইসলাম, খুলনা
খুলনা-৪ আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী জুথী খাতুন আগামী নির্বাচনে অংশ নিতে প্রস্তুত বলে জানিয়েছেন। এলাকা উন্নয়নে সুস্পষ্ট পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, জনগণের সহযোগিতায় স্বাস্থ্য, শিক্ষা ও সড়ক ব্যবস্থার বর্তমান দুরবস্থা কাটিয়ে আধুনিক ও টেকসই অবকাঠামো গড়ে তুলতে চান।
জুথী খাতুন বলেন, “প্রতিটি ইউনিয়নে কমিউনিটি ক্লিনিক আধুনিকায়ন, স্কুলে ডিজিটাল শিক্ষাব্যবস্থা চালু ও ঝুঁকিপূর্ণ সড়ক সংস্কারে দ্রুত পদক্ষেপ নেওয়াই হবে আমার প্রথম কাজ।”
যুবকদের কর্মসংস্থান প্রসঙ্গে তিনি জানান, স্থানীয় শিল্পায়ন বৃদ্ধির পাশাপাশি ‘স্টার্টআপ সাপোর্ট সেল’ গঠন করে প্রশিক্ষণ, ক্ষুদ্র ঋণ ও দক্ষতা উন্নয়ন কর্মসূচি চালুর উদ্যোগ নেবেন, যাতে যুব সমাজ স্বনির্ভর হতে পারে।
কৃষক, শ্রমিক ও ব্যবসায়ীদের নীতিমালা বিষয়ে জুথী খাতুন বলেন, “কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিতে ক্রয় কেন্দ্র বাড়ানো, শ্রমিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের কর–সহায়তা দেওয়ার পরিকল্পনা রয়েছে আমার।”
জনগণের কাছে জবাবদিহিতা নিশ্চিত করতে তিনি নিয়মিত ওপেন পাবলিক হিয়ারিং, অনলাইন অভিযোগ বক্স ও স্বচ্ছ বাজেট প্রকাশের আশ্বাস দেন। তিনি বলেন, “জনগণই আমার শক্তি, তাই তাদের প্রতি জবাবদিহিতা নিশ্চিত করবো।”
সাক্ষাৎকারে জুথী খাতুন জানান, খুলনা-৪ আসনের সার্বিক উন্নয়নই হবে তার রাজনৈতিক অঙ্গীকার।
