মানুষের ভালোবাসা, আস্থা ও সহযোগিতাই রাজনীতির মূল শক্তি। সংসদ সদস্য পদ প্রার্থী মাওলানা মোহাম্মদ (আলী আসগর)
সুমন আহমদ, সিলেট প্রতিনিধিঃ
দোয়ারাবাজার উপজেলা নরসিংপুর ইউনিয়নের খাইরগাঁও নিজ গ্রামে এক ঐতিহাসিক উঠান বৈঠক সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।
২১-১১-২৫ ইংরেজি রোজ শুক্রবার রাত ৮ সময় খাইরগাঁও গ্রামের নিজ বাসায় গ্রামবাসির উদ্যোগে উঠান বৈঠক এর আয়োজনে করা হয়েছিল। জমকালো অনুষ্ঠানে বিভিন্ন গ্রামের গুরুত্বপূর্ণ মুরুব্বি ও বিভিন্ন গ্রামের তরুণ প্রজন্মের যুবক ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আনন্দের অনুভূতি জোয়ার এসেছে প্রতিটি গ্রাম পাড়া মহল্লায় ইউনিয়নে। ট্রাক প্রতিকের মানুষের মুখে মুখে এ যেন এক অবিস্মরণীয় স্মৃতি হয়ে দাঁড়িয়ে রয়েছে।
সুনামগঞ্জের ০৫ আসনে ছাতক দোয়ারাবাজার সংসদ সদস্য পদ প্রার্থী মাওলানা মোহাম্মদ (আলী আসগর)তিনি বলেন মানুষের ভালোবাসা, আস্থা ও সহযোগিতাই রাজনীতির মূল শক্তি। আপনাদের এই আস্থা ও ভালোবাসাকেই পুঁজি করে আমি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের সামনে হাজির হয়েছি। আমি আপনাদের সন্তান, আপনাদের সুখ-দুঃখের সাথী। জন্মভূমির প্রতিটি সমস্যার সঙ্গে আমি গভীরভাবে পরিচিত। আমার রাজনীতি ক্ষমতা বা ব্যক্তিগত স্বার্থের জন্য নয়, বরং মানুষের কল্যাণ, এলাকার উন্নয়ন এবং প্রজন্মের ভবিষ্যৎ নিরাপদ করার জন্য।আমি বিশ্বাস করি, জনগণই গণতন্ত্রের মূল ভিত্তি।জাতীয় সংসদ নির্বাচন এলে প্রার্থীরা টাকা বিনিয়োগের প্রতিযোগিতায় নামে, কে কার থেকে বেশি খরচ করতে পারে! নির্বাচিত হলে খরচের কয়েশগুন বেশি ইনকাম করে নিবে! এবং এই টাকা তুলে নেয়ার খাদগুলো হলো উপজেলার বরাদ্দকৃত অর্থের কমিশন, কাবিখা, নিয়োগ, বদলী ও তদবির বানিজ্য, সরকারি কাজের টেন্ডারের কমিশন, মাদকের কেনাবেচার ভাগ, থানার ইনকামের ভাগ ইত্যাদি। যা জনগণের জন্য বরাদ্দকৃত সুবিধাজনক খাত থেকেই চলে যায় তাদের পকেটে! কাজেই ইলেকশনে জনপ্রতিনিধি বানানোর ক্ষেত্রে আপনাদের সিদ্ধান্তরও পরিবর্তন আনা দরকার।
গণঅধিকার পরিষদ পুরাতন এই ট্রাডিশন ভেঙে ফেলতে ভবিষ্যতে কাজ করবে ইনশাআল্লাহ!!
এসময় বক্তব্য রাখেন:- এত্ত গ্রামের মোঃ মানিক মিয়া, মোঃ সুরুজ্জামান, মা-ও আরব আলী, তারা বলেন:- আমাদের গ্রামের এক উজ্জ্বল সৎ সাহসী ও মানবতার ফেরিওয়ালা সংসদ সদস্য পদ প্রার্থী মাওলানা মোহাম্মদ আলী আসগর,তিনি আমাদের এলাকায় একজন ভালো মানুষ আমরা তাহার পাশে রয়েছি। ইনশাআল্লাহ
এ সময় বক্তারা আরও বলেন :- আলী আসগর সাহেব তিনি খুবই নর্মভদ্র একজন সাদাসিধা মানুষ, তিনি এমপি প্রার্থী হিসাবে গণ অধিকার পরিষদ (জিওপি) ট্রাক প্রতিক নিয়ে আসছেন, আমরা তাহার সাথে আছি এবং ভবিষ্যতে ও সাথে থাকব। দল যেহেতু নতুন ইনশাআল্লাহ, পরবর্তীতে ট্রাক প্রতিক মানুষের মুখে মুখে মুখরিত হবে।
উপস্থিত ছিলেন :- সুনামগঞ্জ জেলার সহ সভাপতি মোঃ হান্নান আকাশ, দোয়ারাবাজারে গণ অধিকার পরিষদের সদস্য সচিব মোঃ জুয়েল আহমেদ,দোয়ারা উপজেলা আহবায়ক,লুৎফর রহমান, জাকারিয়া বিন সুরুজ, সফিক মিয়া, রাসেল আহমদ, জুয়েল আহমেদ, তাজির আলী, আইয়ুব রহমান, মা-ও জুয়েল আমীন, সাবেক মেম্বার ছোবান আলী, সিরাজ মিয়া,
সর্ব শেষ আপ্যায়ন এর মাধ্যমে সমাপ্তি ঘটে।
