ব্রাহ্মণবাড়িয়ার নবাগত জেলা প্রশাসক এর সাথে বুমার সদস্যদের সৌজন্য সাক্ষাৎ
মোঃ সাইফুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া থেকে।
ব্রাহ্মণবাড়িয়ার নবাগত জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে ব্রাহ্মণবাড়িয়া অনলাইন মিডিয়া অ্যাসোসিয়েশন (বুমা)
আজ ২৩ নভেম্বর রোববার দুপুর তিনটায় জেলা প্রশাসকের কার্যালয়ে পথিক টিভির সিইও ও বুমার সভাপতি লিটন হোসাইন জিহাদ এবং কসবা উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও বুমার সাধারণ সম্পাদক খ. ম. হারুনুর রশীদ ঢালি –এর নেতৃত্বে জেলা প্রশাসকের হাতে ফুলের শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন—বুমার সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসাইন মাহাদি, দপ্তর সম্পাদক নিশাদুল ইসলাম, কালের ছবির জেলা প্রতিনিধি জাকির হোসাইন জিকু, জুয়েল রানা, জাহাঙ্গীর আলম, পথিক টিভির মনির হোসেন, দৈনিক চ্যানেল নিউজের আশুগঞ্জ উপজেলা প্রতিনিধি সাংবাদিক মোঃ সাইফুল ইসলাম সহ, বুমার অন্যান্য নেতৃবৃন্দ।
সৌজন্য সাক্ষাৎকালে জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান বলেন—
“সুন্দর ব্রাহ্মণবাড়িয়া গড়তে সাংবাদিকদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। উন্নয়ন, শৃঙ্খলা ও জনসেবার কাজে সকলের সম্মিলিত প্রচেষ্টায় ব্রাহ্মণবাড়িয়াকে আরও সমৃদ্ধ জেলায় পরিণত করা সম্ভব।”
বুমার সভাপতি লিটন হোসাইন জিহাদ এবং সাধারণ সম্পাদক খ. ম. হারুনুর রশীদ ঢালীসহ নেতৃবৃন্দ জানান—নতুন জেলা প্রশাসকের গতিশীল নেতৃত্বে জেলার উন্নয়ন আরও বেগবান হবে বলে তারা আশাবাদী।
নবাগত জেলা প্রশাসকের সঙ্গে বুমার এ সৌজন্য সাক্ষাৎকে জেলার সাংবাদিক সমাজ একটি ইতিবাচক ও সমন্বিত উদ্যোগ হিসেবে দেখছে।
