নলডাঙ্গায় ডায়াবেটিক সেন্টারের শুভ উদ্বোধন
মনিরুল ইসলাম, নাটোর প্রতিনিধি :
নলডাঙ্গা উপজেলা মোড়ে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন নলডাঙ্গা ডায়াবেটিক সেন্টারের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার, (২১ নভেম্বর ২০২৫) সকাল ১০টায়।
স্থানীয় জনগণের জন্য ডায়াবেটিস শনাক্তকরণ, চিকিৎসা ও পরামর্শ সেবায় এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
নলডাঙ্গা ডায়াবেটিক সেন্টারের শুভ উদ্বোধন করেন নাটোর আধুনিক সদর হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ও মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ মোঃ রবিউল আউয়াল।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলডাঙ্গার উপজেলা নির্বাহী অফিসার জনাব প্রিয়াংকা দাস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
জনাব মোঃ আশিকুর রহমান, সহকারী কমিশনার (ভূমি),নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ জনাব রফিকুল ইসলাম, হাজী কল্যাণ সমিতির অন্যতম সদস্য এম এ হাফিজ প্রমূখ ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অধ্যাপক মোঃ আনিছুর রহমান এবং সঞ্চালনা করেন নলডাঙ্গা ডায়াবেটিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ডঃ মোঃ জিয়াউল হক জিয়া। পুরো আয়োজনটি পরিচালনা করেন হাজী কল্যাণ সমিতি, নলডাঙ্গা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, নতুন ডায়াবেটিক সেন্টারটি স্থানীয় মানুষের জন্য স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত উন্মোচন করবে।
উদ্বোধনের মধ্য দিয়ে নলডাঙ্গায় স্বাস্থ্যসেবায় যুক্ত হলো নতুন একটি গুরুত্বপূর্ণ অধ্যায়।
