কেন্দুয়ায় চিরাং ইউনিয়নে বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত

IMG-20251122-WA0036

মোহাম্মদ সালাহ উদ্দিন, ময়মনসিংহ বিভাগের বিশেষ রিপোর্টোরঃ

নেত্রকোণার কেন্দুয়া উপজেলার চিরাং ইউনিয়নের ১নং ওয়ার্ড ছিলিমপুর বিএনপির উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ নভেম্বর) রাত ৮ টার সময় ছিলিমপুর ঈদগাহ মাঠ সংলগ্ন বালুর মাঠে এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি সাফায়েত উদ্দীন খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের বিএনপির মনোনীত প্রার্থী, কেন্দ্রীয় বিএনপির সদস্য, নেত্রকোণা জেলা বিএনপির নবনির্বাচিত সাধারন সম্পাদক আলহাজ্ব ডক্টর রফিকুল ইসলাম হিলালী।
ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক জিল্লুল করিম হালেক ও উপজেলা যুবদলের সদস্য সচিব আতাউল হক মিন্টুর সঞ্চালনায় এসময় অন্যদের মাঝে বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান মোসলেম, উপজেলা বিএনপির সহ-সভাপতি গোলাম মোস্তফা ভুইয়া,আব্দুল আউয়াল খান, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মজিবুর রহমান ভূইয়া মজনু, জেলা বিএনপির সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মজনুর রহমান খন্দকার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুব আলম খান জরিপ,উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান কাদেরী,পৌর সেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক আল মামুন খান, উপজেলা যুবদল নেতা ফয়সাল কবীর খান, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আলী ইসলাম প্রমূখ।
প্রধান অতিথি বক্তব্যে ড.হিলালী বলেন-দীর্ঘ ৪২ বছর রাজনীতি মাঠে বহু চড়াই উৎরাই মামলা হামলা জেল জুলুম পেরিয়ে আজকের অবস্থানে পৌঁছেছি। লেখাপড়ায় মেধাবী ছাত্র হয়েও এমপি হওয়ার স্বপ্নে কোন চাকরিতে যাইনি। এলাকার জনসেবা করার প্রবল ইচ্ছা নিয়ে রাজনীতির মাঠে নিজেকে আত্মনিয়োগ করেছি। সততার সাথে আমি রাজনৈতিক সকল কর্মকাণ্ড করেছি। অর্থের বিনিময়ে কোন কমিটি কিংবা কাউকে পদ দিয়েছি এমন কথা কেউ বলতে পারবেন না। মনোনয়ন প্রত্যাশী আমরা অনেকেই ছিলাম কিন্তু দল আমাকে মনোনয়ন দিয়েছে, আমাকে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করুন। আমি কথা দিচ্ছি আপনাদের এলাকার উন্নয়নের দ্বায়িত্ব আমার। আমি আরও কথা দিচ্ছি আমি এমপি নির্বাচিত হলে কোন নিরাপদ মানুষকে মামলা, হামলা, জেল জুলুম, নির্যাতনের শিকার করাব না। আমি ছিলিমপুর গ্রামবাসীর সুখেদুঃখে সবসময় পাশে থাকবো।
এ সময় বক্তারা -বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত বিএনপির মনোনীত প্রার্থীকে আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচনে জয়যুক্ত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।