সলঙ্গায় নিরাপদ মৎস্য ও মৎস্যপণ্য উৎপাদন ও বাজারজাতকরণ বিষয়ে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

IMG-20251121-WA0000

মোঃলিটন সরকার,
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের সলঙ্গায় “নিরাপদ মৎস্য ও মৎস্য পণ্য উৎপাদন এবং বাজারজাতকরণ” শীর্ষক ভ্যালু চেইন উপকল্পের আওতায় ক্ষুদ্র উদ্যোক্তাদের মাধ্যমে প্রক্রিয়াজাত মৎস্যপণ্য উৎপাদন ও বাজারজাতকরণ বিষয়ে একটি গোলটেবিল বৈঠক ও পলিসি ডায়লগ অনুষ্ঠিত হয়েছে।

বুহস্পতিবার (২০-১১-২৫ ইং) সলঙ্গা মৌলভী আব্দুল ওয়াহেদ মিলনায়তন হলে এ আলোচনা সভার আয়োজন করা হয়। কর্মসূচিটির সহযোগিতায় ছিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এবং বাস্তবায়নে মানবমুক্তি সংস্থা (এমএমএস)।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইজিপি প্রোগ্রাম -অর্ডিনেটর মোহাম্মদ আবুল হাশেম, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,উল্লাপাড়া উপজেলার সিনিয়র মৎস্য অফিসার মোঃ আতাউর রহমান, রায়গঞ্জ সিনিয়র মৎস্য অফিসার মোঃ শরিফুল ইসলাম, তাড়াশ সিনিয়র মৎস্য অফিসার মোঃ মোকারম হোসেন এবং সলঙ্গা থানার পুলিশ ইন্সপেক্টর মনোজ। মানবমুক্তি সংস্থার প্রশিক্ষক কর্মকর্তা আবুল মুনসুর ফকির,মোঃমাহবুল জামান একাউন্ট অফিসার মানবমুক্তি সংসথা,মোঃসিরাজুল ইসলাম সহকারী ভ্যানুচেইল ক্যাসিলেটর, মোঃ জিয়া সহকারী ভ্যানুচেইল ক্যাসিলেটর, মোঃ বেলাল সহকারী ভ্যানুচেইন ক্যাসিলেটর সহ স্থানীয় মাছ চাষি ও হ্যাচারি মালিকরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, নিরাপদ ও মানসম্মত মৎস্যপণ্য উৎপাদনে আধুনিক প্রযুক্তি, প্রশিক্ষণ, পরিবেশবান্ধব পদ্ধতি এবং যথাযথ বাজার ব্যবস্থাপনার বিকল্প নেই। ক্ষুদ্র উদ্যোক্তাদের সহায়তা এবং বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ এ খাতকে আরও এগিয়ে নিতে ভূমিকা রাখবে বলেও তারা উল্লেখ করেন।