কুড়িগ্রামে জাতীয়তাবাদী প্রচার দলেরপ্রতিষ্ঠা বার্ষিকী পালন।

IMG-20251120-WA0024

কুড়িগ্রাম বিশেষ প্রতিনিধিঃ
কুড়িগ্রামে জাতীয়তাবাদী প্রচার দলের ১৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকালে কুড়িগ্রাম জেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের বিভিন্ন সড়ক পদক্ষেণ শেষে বিএনপি’র দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে বিএনপির দলীয় কার্যালয়ে জাতীয়তাবাদী প্রচারদলের সভাপতি মোঃ এরশাদুল হকের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক মোঃ মোস্তাফিজুর রহমান (মোস্তফা)
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি মোঃ নাসিম পারভেজ তারা সহ সভাপতি মোঃ মাসুদ রানা বাবু সহ সভাপতি আতিক রানা এবং মোঃ মোরশেদ আহমেদ লিঠু সাবেক, সিনিয়র সহ যুগ্ন আহবায়ক কুড়িগ্রাম জেলা ছাএদলসহ জাতীয়তাবাদী প্রচার দলের নেতৃবৃন্দ।
আলোচনা সভায় জেলা ও উপজেলা পর্যায়ের প্রচারদলের দলের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে বলেন, দেশের মানুষ ১৬ বছর ভোট দিতে পারেনি। মানুষ মুখিয়ে আছে ভোট দেয়ার জন্য। তিনি বলেন, বিএনপিকে জেতাতে এখন সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।