ঝিনাইদহ কালীগঞ্জে মহিলা সমাবেশ অনুষ্ঠিত।
মোঃ আবু সাইদ শওকত আলী,
খুলনা বিভাগীয় প্রধানঃ
ঝিনাইদহের কালীগঞ্জে তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক, এই শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর ) সকাল ১১ টায় কালীগঞ্জ পৌর অডিটরিয়ামে এ সমাবেশের আয়োজন করা হয়। উপজেলা ও পৌর মহিলা দলের কর্মীদের উপস্থিতিতে অনুষ্ঠানস্থল ছিল উৎসবমুখর।
ঝিনাইদহ জেলা মহিলা দলের সদস্য মোছা. ইসমোতারা পারভিনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়য়ক, সাবেক ছাত্রনেতা ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী হামিদুল ইসলাম হামিদ।
বাবুল আক্তার এর সঞ্চালনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ, সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা নজরুল ইসলাম, উপজেলা বিএনপি’র সাবেক সদস্য আনোয়ারুল ইসলাম রবি, মাহাবুবুর রহমান মিলন, আব্দুল আলিম, বাবুল আক্তার, সোহরাব হোসেন রাজু, আমিন গাজি ও আশরাফুজ্জামান লাল প্রমুখ।
সমাবেশে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের ২১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে হামিদুল ইসলাম হামিদ বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সব সময় মানুষের কল্যাণে কাজ করে থাকে। নারীর ক্ষমতায়ন, সুযোগ-সুবিধা সম্প্রসারণসহ উন্নয়নের ধারাবাহিকতায় বেগম খালেদা জিয়া এবং তারুণ্যের অহংকার তারেক রহমানের ৩১ দফা কর্মসূচিতে নারীদের জন্য বিশেষ অগ্রাধিকার রয়েছে। দেশকে এগিয়ে নিতে নারীর ভূমিকা অনস্বীকার্য এবং আগামী দিনের রাজনৈতিক পরিবর্তনে নারীর অংশগ্রহণ অত্যান্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, বিগত ১৭টি বছরের আওয়ামী সন্ত্রাসী কর্তৃক বিভিন্ন ভাবে নির্যাতনের স্বীকার হয়েছিলেন মন্তব্য করে দুঃখের দিনগুলোর কথা স্মৃতি চারণ করেন। এবং বিগত সরকার সাধারণ জনগণকে ভোটাধিকার থেকে বিরত রেখে ছিলেন। গণতন্ত্র বিরোধী আচরণ করে ছিলেন তারা। কিন্তু জুলাই গণঅভ্যুত্থানে সেই দিন পাল্টে গিয়েছে। আমরা ফিরে পেয়েছি স্বাধীনতা।
সমাবেশে বক্তারা তারুণ্য ও নারীদের আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে ভূমিকা রাখার আহ্বান জানান।
