“পাপ বাপকেও ছাড়ে না” শেখ হাসিনার বিরুদ্ধে এ রায় সারা বিশ্বে দৃষ্টান্ত স্থাপন করেছে- নাটোরে দুলু
মনিরুল ইসলাম, নাটোর প্রতিনিধিঃ
শেখ হাসিনার গতকাল যে বিচারে রায় হয়েছে সারা পৃথিবীর মানুষ দেখেছে, শেখ হাসিনা গত ৫ আগস্ট এর আগে অর্থাৎ এক বছর আগে, পহেলা জুলাই থেকে ৫ই আগস্ট পর্যন্ত প্রায় ৩৬ টা দিন দেড় হাজার ছাত্র দেড় হাজার ছাত্রী রিক্সাওয়ালা সহ 180 জন শিশুকে হেলিকপ্টার থেকে গুলি করে হত্যা করেছে , বাড়ির ছাদে খেলা করছিলো সেই শিশুটিকে হেলিকপ্টার থেকে গুলি করে হত্যা করেছে শেখ হাসিনার নির্দেশে এটা মিথ্যা নয় এবং সাতজন মানুষকে আশুলিয়ায় আগুনে পুড়িয়ে হত্যা করেছে। এখানে এক ভাই মুগ্ধ পানি খাওয়ার ছিল তাকেও গুলি করে হত্যা করেছে। শেখ হাসিনার বসে বসে অর্ডার করছে গুলি করো মেরে ফেলো ফায়ার করো। এ সকল নির্দেশের বক্তব্যর ছবি ভিডিও রেকর্ড মোবাইলে টেলিভিশনে দেখিয়েছে যা কোর্টে প্রমাণ হয়েছে যা সাক্ষী সরকারি পক্ষের উকিল শেখ হাসিনার উকিল তর্ক-বিতর্ক শেষে এটা প্রমাণিত হয়েছে এ সকল হত্যাকাণ্ডের সাথে শেখ হাসিনা জড়িত। ভারত একটি গণতন্ত্র রাষ্ট্র ভারতের কাছে আমার অনুরোধ থাকবে এই বাংলাদেশের মানুষ চায় তাকে এদেশে ফিরিয়ে দিয়ে বিচারের রায় কার্যকর করেত সহযোগিতা করবেন এটাই আমাদের দেশের মানুষের দাবি আমাদের দাবি।
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর ২ আসনের ধানের শীষের বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, আজ মঙ্গলবার বিকেলে নাটোরের নলডাঙ্গা উপজেলার রামশার কাজীপুর আমতলী বাজারে ধানের শীষের প্রতীক কে বিজয়ী করার লক্ষ্য উঠান বৈঠকে এই সব কথা বলেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম আহব্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাব,জেলা বিএনপির সদস্য শহিদুল ইসলাম বাচ্চু, নাসিম উদ্দিন নাসিম,কাজী শাহ আলম, সাবেক যুগ্ন আহবায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন,সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি রফিকুল ইসলাম, যুব দলের সভাপতি এহাই তালুকদার ডালিম সহ বিএনপির নেতা কর্মিরা।
