কেন্দুয়া জাতীয় ফুটবল দলের সদস্য আরিফ হোসাইনসহ কয়েকজন আহতের ঘটনায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল
মোহাম্মদ সালাহ উদ্দিন, ময়মনসিংহ বিভাগের বিশেষ রিপোর্টারঃ
নেত্রকোণার কেন্দুয়ায় জাতীয় ফুটবল দলের সদস্য কেন্দুয়ার কৃতি সন্তান আরিফ হোসাইনসহ কয়েকজন খেলোয়াড় জেলা প্রশাসক আন্তঃউপজেলা গোল্ডকাপ ফুটবল ম্যাচে অতর্কিত হামলায় আহত হওয়ার ঘটনায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে ।
১৮ নভেম্বর মঙ্গলবার সকাল ১০ঘটিকার সময় সকল জনসাধারণের উপস্থিতিতে উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয় । পরে মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের হয়ে কেন্দুয়া পৌর শহরের বিভিন্ন মোড়ে টায়ারে আগুন জ্বালিয়ে প্রতিবাদ সমাবেশ করে । এতে কেন্দুয়া টু নেত্রকোণা সড়ক ও কেন্দুয়া টু ময়মনসিংহ সড়ক কয়েক ঘন্টার জন্যে অবরুদ্ধ করে রাখে। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ইমদাদুল হক তালুকদারের নেতৃত্বে কেন্দুয়া থানা অফিসার তদন্ত অফিসার ইনচার্জ, ফায়ার সার্ভিসের কর্মীরা ও স্থানীয় নেতৃবৃন্দের হস্তক্ষেপে সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন৷
এ বিষয়ে কেন্দুয়া নির্বাহী অফিসার ইমদাদুল হক তালুকদার জানান- আমি ইতোমধ্যে জেলা প্রশাসক স্যারের সাথে কথা বলেছি । তিনি আলোচনার মাধ্যমে সুষ্ঠু সমাধানের বিষয়ে আশ্বস্ত করেছেন। আশা করি ন্যায় বিচার পাব।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাঈম-উল ইসলাম চৌধুরী, কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ (তদন্ত) মিহির রঞ্জন দেব, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, কেন্দুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আব্দুল হাই সেলিমসহ বিভিন্ন স্তরের নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন ।
এর আগে মানববন্ধনে কেন্দুয়ার সিনিয়র ফুটবলার তাপস, রবিন, কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি মো. সেকুল ইসলাম খান, কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবের সাধারণ মো. লাইমুন হোসেন ভূঞা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জসিম উদদীন আহম্মেদ খোকন, মামুনুল কবীর খান হলিসহসহ প্রমুখ উক্ত ঘটনায় নিরপেক্ষ তদন্ত কমিটি গঠনপূর্বক অপরাধীদের সুষ্ঠু বিচার ও ৭ দফা দাবিতে বক্তব্য রাখেন ।
উল্লেখ্য গত ১৬ নভেম্বর জেলা প্রশাসক আন্তঃউপজেলা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে ছিল সদর। এর পর কেন্দুয়া উপজেলা খেলায় ফিরতে মরিয়া হয়ে ওঠতেই খেলা শেষ মুহূর্তে ধারাবাহিক ফাউল নিয়ে দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা বাড়ে । এক পর্যায়ে সদর উপজেলার খেলোয়াড় ও দর্শকদের হামলা গুরুতর আহত হোন কেন্দুয়ার খেলোয়াড় আরিফ হোসাইনসহ কয়েকজন । যারা বর্তমানে ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ।
