সীমান্তে বিজিবির সফল অভিযান: ৪১ কেজি ভারতীয় গাঁজা জব্দ

IMG-20251118-WA0001

প্রদীপ কুমার রায়,
ক্রাইম রিপোর্টার, লালমনিরহাট।

লালমনিরহাট প্রতিনিধি:
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর অনন্তপুর বিওপি’র বিশেষ টহলদল ১৭ নভেম্বর ২০২৫ রাত আনুমানিক ৯টা ১৫ মিনিটে কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানাধীন পশ্চিম রামখান এলাকায় একটি সফল অভিযান পরিচালনা করে। এ সময় বিপুল পরিমাণ ভারতীয় গাঁজা জব্দ করা হয়।

টহলদল সীমান্তসংলগ্ন এলাকায় সন্দেহজনক কয়েকজন ব্যক্তির গতিবিধি লক্ষ্য করলে তাদের চ্যালেঞ্জ জানায়। কিন্তু বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা সঙ্গে থাকা মালামাল ফেলে দ্রুত ভারতের দিকে পালিয়ে যায়। পরে পরিত্যক্ত মালামাল তল্লাশি করে ৪১ কেজি ৫০০ গ্রাম ভারতীয় গাঁজা উদ্ধার করে বিজিবি।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন,
“মাদক পাচার রোধে সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলো চিহ্নিত করে বিজিবির গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা আরও জোরদার করা হয়েছে।”

বিজিবির পক্ষ থেকে জানানো হয়, উদ্ধারকৃত ৪১ কেজি ৫০০ গ্রাম গাঁজার সিজার মূল্য ১,৪৫,২৫০ টাকা নির্ধারিত হয়েছে।