সরকারি কেশবচন্দ্র কলেজে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
মোঃ আবু সাইদ শওকত আলী,
খুলনা বিভাগীয় প্রধানঃ
তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে ঝিনাইদহ সরকারি কেশবচন্দ্র কলেজ কর্তৃক আয়োজিত বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকেলে সরকারি কেশবচন্দ্র কলেজে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে চ্যাম্পিয়ন হয় সরকারি কেশবচন্দ্র কলেজ এবং রানার্স আপ হয় সরকারি নুরুন্নাহার মহিলা কলেজ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরস্কার প্রদান করেন, সরকারি কেশবচন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর ডঃ মোঃ আবু বক্কর সিদ্দিকী। অনুষ্ঠানে মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন , সরকারি কেশবচন্দ্র কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মোঃ ফজলে রাব্বী। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তাসহ জেলা শিক্ষা বিভাগের অন্যান্য কর্মকর্তা বৃন্দ। অন্যতম বিচারক হিসেবে উপস্থিত ছিলেন সরকারি কেশবচন্দ্র কলেজের জীববিজ্ঞান বিভাগের প্রভাষক মোঃ আলমগীর হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন ছাত্র প্রতিনিধিবৃন্দ ও সার্বিক সহযোগিতায় ছিল ঝিনাইদহ জেলা ডিবেটিং সোসাইটি।
