যথাসময়ে নির্বাচন না হলে জুলাই গণ-অভ্যুত্থানে অংশ নেয়া দলগুলোর নেতাকর্মীরা কেউই ভালো থাকতে পারব না’—- গণসংযোগকালে রাশেদ খাঁন

IMG-20251117-WA0018

মোঃ আবু সাইদ শওকত আলী, 
খুলনা বিভাগীয় প্রধানঃ

যথাসময়ে নির্বাচন না হলে জুলাই গণ-অভ্যুত্থানে অংশ নেয়া দলগুলোর নেতাকর্মীরা কেউই ভালো থাকতে পারব না। জুলাই গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া দলগুলোর মধ্যে বিভাজনের কারণে জনগণের মাঝে নির্বাচন নিয়ে বিভ্রান্তি তৈরি হচ্ছে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ খাঁন। তিনি বলেন, অন্তরবর্তীকালীন সরকার ফেব্রুয়ারিতে নির্বাচনের ব্যাপারে বারবার বক্তব্য দিচ্ছে। তারপরও রাজনৈতিক দলগুলো ও সাধারণ মানুষ এই সরকারের ওপর আস্থা রাখতে পারছেনা।

রোববার (১৬ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলা বাজারে নির্বাচনী গণসংযোগ শেষে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন।
ফেব্রুয়ারিতে নির্বাচন আদায় করে নিয়ে গণঅভ্যুত্থানের শক্তিগুলোকে একসাথে কাজ করার আহবান জানান তিনি।

ন্যায্য ও সমতার ভিত্তিতে সিদ্ধান্ত নিলে বিএনপির সাথে নির্বাচনে জোট করবে বলেও জানান তিনি।
গণসংযোগকালে তার সাথে ছিলেন, জেলা গণঅধিকার পরিষদের সভাপতি প্রভাষক মো: সাখাওয়াত হোসেন, সাধারণ সম্পাদক ইকবাল জাহিদ রাজন, ছাত্র অধিকার পরিষদের সভাপতি রিহান হোসেন রায়হান, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীর।