কুকুরের কামড়ের আতঙ্কে মোরেলগঞ্জ পৌরবাসী ভ্যাকসিনে নেই হাসপাতালে

IMG-20251117-WA0008

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাটের মোড়েলগঞ্জে বেওয়ারিশ পাগলা কুকুরের আক্রমণের শিকার পৌরবাসী। গত কয়েক দিনে পাগলা কুকুরের কামড়ে অন্তত ১১ জনের ও বেশি লোক আহত হয়েছেন বলে জানিয়েছেন এলাকাবাসী।

পুরো পৌরসভার বাজার এলাকায় বেয়ারিশ কুকুরের অবাধ বিচরণ। গার্লস স্কুল, টাইগার ক্লাব, লঞ্চঘাট, বাস স্ট্যান্ড, মডেল মসজিদ, কলেজ গেট ঢালাই ব্রিজ উপজেলা পরিষদ সহ মোড়েলগঞ্জ বাজার ও আশপাশের এলাকায় বেওয়ারিশ কুকুরের ব্যাপক উপদ্রপ ও কামরানোর আতঙ্কে পৌরবাসী।

স্থানীয়রা জানান হঠাৎ কয়েকটি বেওয়ারিশ কুকুর স্কুলগামী ছাত্র-ছাত্রী ছোট বাচ্চা পথচারী ও উপর হিংস্রভাবে কামরানের জন্য তেড়ে আসে।

ভুক্তভোগী “কাজী মোঃ মিন্টু বলেন” ১০/১১/২০২৫ সোমবার আমি ১১ টার সময় টাইগার ক্লাবের সামনে দিয়ে যাচ্ছিলাম এমন সময় পাগলা কুকুর আমার উপর অতর্কিত ঝাঁপিয়ে পড়ে আমাকে কামড় দে। পরে আমি আশপাশের লোকদের সহায়তায় কোনোভাবে রক্ষা পাই।

এদিকে পুরো এলাকা জুড়ে কুকুরে কামড়ানোর আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কামড়ানো আহতদের মধ্যে কয়েকজনকে দ্রুত মোড়লগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। তাদের মধ্যে কয়েকজনকে প্রথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বাকিরা চিকিৎসাধীন রয়েছেন।

উদ্বেগের বিষয় হলো স্বাস্থ্য কমপ্লেক্সে বর্তমানে কুকুর কামড়ের ভ্যাকসিন। ( Anti rabies Vaccine) নেই ফলে আক্রান্তদের নিজ উদ্যোগে বাইরে থেকে ভ্যাকসিন কিনে নিতে হচ্ছে এ নিয়ে ক্ষোভে ফুঁসে উঠেছে এলাকাবাসী।

এলাকাবাসী বলেন হাসপাতালে এমন জরুরী ভ্যাকসিন না থাকা চরম উদাসীনতা ও কর্তৃপক্ষের ব্যর্থতা। মানুষ কুকুরের কামড়ে রক্ত ঝরছে অথচ হাসপাতালে শুধু সরবরাহের অপেক্ষা কথাটা শোনা যাচ্ছে এটা জনগণের সঙ্গে তামাশা ছাড়া কিছুই নয়।

স্থানীয়দের দাবি দ্রুত ভ্যাকসিন সরবরাহ নিশ্চিত করে স্বাস্থ্য বিভাগের অবহেলার দায় নির্ধারণ করতে হবে। পাশাপাশি মোড়েলগঞ্জ বাজার ও আশেপাশের এলাকার পাগলা কুকুর নিধনে জরুরী পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন ভ্যাকসিনের স্টক শেষ হয়ে গেছে নতুন সরবরাহের অপেক্ষায় আছি আপাতত রোগীদের নিজ উদ্যোগে বাইরে থেকে ভ্যাকসিন নিতে হবে।