এক অভিনব ও ব্যতিক্রম ভাবে ছেলের বিয়ে দিলেন বাবা
মোঃ ফিরোজ আহমেদ মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি :
বিয়ের মৌসুম চলছে এই শীতে হয়তো কয়েক লক্ষ ছেলেমেয়ের দুহাত এক হবে। বিয়ের অনুষ্ঠান মানেই ভুরিভোজ আত্মীয়-স্বজন পরিজন প্রতিবেশী বন্ধু-বান্ধবদের নিয়ে হৈ-হুল্লোড় বিপুল খাওয়া দাওয়ার আয়োজন। বিয়েতে সকলেই অভিনব কিছু করতে চায় আর এবার সামনে আসলে একটি ব্যতিক্রমধর্মী বিয়ে।
বাগেরহাটের মোড়েলগঞ্জের ভাইজোড়া ৬ নং ওয়ার্ডের সাবেক সেনা সদস্য সার্জেন্ট (অবঃ) মোঃ মহিউদ্দিন (মিন্টু) মোল্লা ও মোসাঃ ফাতিমা আক্তার দম্পতির বড় ছেলে ডিপ্লোমা ইন সিভিলে অধ্যায়নরত মোঃ ফাহিম মোল্লার সাথে গত ২০/ ১০/ ২০২৫ বৃহস্পতিবার ৩: ৪৫ মিনিটে রোটারি পাবলিক এর মাধ্যমে রায়ের মহল খুলনা এর বাসিন্দা সৈয়দ মিন্টু কবির ও মোসাঃ হামিদা বেগম দম্পতির বড় কন্যা মোসাঃ মরিয়ম মিম এর সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন।
বিয়ের অনুষ্ঠান ছিল সম্পূর্ণ ব্যতিক্রমধর্মী। ছেলে মেয়ে উভয়ের গায়ে হলুদ অনুষ্ঠান খুবই জাঁকজমকপূর্ণ ভাবে ছেলের বাড়িতে অনুষ্ঠিত হয়।
বিয়ের রেওয়াজ অনুযায়ী ছেলের বাড়ি থেকে বরযাত্রী মেয়ের বাড়ির আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পরে মেয়ে পক্ষকে ছেলের বাড়িতে অলিমা অনুষ্ঠানের দাওয়াত দেওয়া হয়। কিন্তু এখানে ব্যতিক্রম আগে মেয়ে পক্ষকে ছেলের বাড়িতে নিমন্ত্রণ করে ধুমধাম করে ওলিমা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ বিষয়ে ছেলের বাবাকে প্রশ্ন করলে তিনি বলেন আমার ইচ্ছে ছিল আমার ছেলের বিয়েতে ইসলামী শরীয়া মোতাবেক ব্যতিক্রম কিছু করে দৃষ্টান্ত স্থাপন করব এবং সমাজে একটা মেসেজ দেওয়া যে যৌতুক দর কষাকষি ছাড়া গতানুগতিক পদ্ধতির বিয়ে না দিয়েও এভাবে বিয়ের আয়োজন করা যায়। দুই পরিবার খুব সুন্দর সুশৃংখল ভাবে তাদের এ বিয়ের আয়োজন সম্পন্ন করেন। এবং এলাকার লোকজনের প্রশংসায় ভাসলেন। ছেলের বাড়িতে এই ব্যতিক্রম ধর্মী এক বিয়ের অনুষ্ঠান নজর কাটল নেটিজনদের।
