সরকারিভাবে কোনো উদ্যোগ নেই: হকনগর বাজার–আননপাড়া সড়ক ভেঙে তিন বছরেও সংস্কার কাজ শুরু হয়নি, বাধ্য হয়ে এলাকাবাসীর উদ্যোগে বাঁশের সাঁকো নির্মাণ

IMG-20251116-WA0006

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার হকনগর বাজার–আননপাড়া সড়কটি ২০২২ সালের ভয়াবহ বন্যায় ধসে যাওয়ার পর দীর্ঘ তিন বছরের বেশি সময় পার হলেও এখন পর্যন্ত সরকারি কোনো উদ্যোগ দেখা যায়নি। ফলে বছরের পর বছর দুর্ভোগে থাকা স্থানীয়রা অবশেষে নিজেদের স্বেচ্ছাশ্রম ও অর্থায়নে বাঁশের সাঁকো নির্মাণে নেমে পড়েছেন।

এলাকাবাসীর অভিযোগ, একের পর এক আবেদন, অভিযোগপত্র ও বিভিন্ন দপ্তরে ধর্না দেওয়ার পরও কোনো ধরনের সংস্কারকাজ শুরু হয়নি। এ কারণে জীবনযাত্রা থমকে গেছে পুরো অঞ্চলের মানুষের।

দুর্ভোগের চিত্র করুণ: রোগী পরিবহন থেকে স্কুলগামী শিক্ষার্থীদের চলাচল—সবই বাধাগ্রস্ত

ভেঙে যাওয়া সড়কটি হকনগর বাজার থেকে আননপাড়া পর্যন্ত এলাকাবাসীর প্রধান যোগাযোগমাধ্যম। রোগী নিয়ে হাসপাতালে যাওয়ার সময় মাঝপথে আটকে পড়তে হয়, স্কুলে যেতে শিক্ষার্থীদের পড়তে হয় চরম বিপাকে, কৃষক ও ব্যবসায়ীদের পণ্য পরিবহন হয়ে পড়ে অত্যন্ত কঠিন। কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ে কয়েক হাজার মানুষের জীবনযাত্রা।

স্থানীয়রা জানান, বর্ষাকালে তো হাঁটা তো দূরের কথা, চলাচলই প্রায় অসম্ভব হয়ে যেত। শুকনো মৌসুমে সামান্য ঝুঁকি নিয়েই নদীর গভীর গর্ত পার হয়ে যেতে হতো।সরকারি সহায়তা না পেয়ে ঐক্যবদ্ধ হলো এলাকাবাসী
ঠিক তখনই এগিয়ে আসে স্থানীয় জনগণ। কেউ দেয় বাঁশ, কেউ দেয় শ্রম, কেউ দেয় আর্থিক সহায়তা—এভাবেই গড়ে উঠছে একটি বাঁশের সাঁকো।
এলাকাবাসীর বক্তব্য,
“সরকার, মেম্বার, চেয়ারম্যান—সবাইকে বলেছি। কেউ পাশে দাঁড়ায়নি। বাধ্য হয়ে আমরা নিজেরাই এগিয়ে এসেছি, যাতে অন্তত মানুষটা চলাচল করতে পারে।”

সুনামগঞ্জের দোয়ারাবাজারের স্থানীয় ব্যবসায়ী মজিবুর রহমান বলেন,
“এই বাঁশের সাঁকো শুধু চলাচলের পথ নয়, এটা আমাদের একতার প্রতীক। আমরা নিজেরা কাজ করছি ঠিকই, কিন্তু স্থায়ী সমাধানের জন্য সরকারের দ্রুত সড়ক নির্মাণ খুব জরুরি।”
অর্থনীতি ও শিক্ষায় নেতিবাচক প্রভাব
দোয়ারাবাজারের হকনগর বাজার–আননপাড়া সড়কটি স্থানীয় অর্থনীতি, কৃষিপণ্য পরিবহন ও শিক্ষাব্যবস্থার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সড়ক দীর্ঘদিন অচল থাকায় এলাকা কার্যত আধা-বিচ্ছিন্ন হয়ে পড়ে।
বাজারের বেচা–কেনা কমে গেছে, পরিবহন ব্যয় বেড়ে গেছে, আর জরুরি মুহূর্তে চিকিৎসা সেবা পাওয়া কঠিন হয়ে গেছে।
জনগণের প্রশ্ন—কবে জাগবে কর্তৃপক্ষ?
সবশেষে এলাকাবাসীর ক্ষোভ মিশ্রিত প্রশ্ন—
“জনগণের করের টাকায় চলে সরকার। তাহলে আমাদের মতো দুর্গম এলাকার মানুষের দিকে দৃষ্টি কবে পড়বে?”
বাঁশের সাঁকো নির্মাণের কাজ এগিয়ে চললেও স্থায়ী সড়ক সংস্কার ছাড়া দোয়ারাবাজারের এই অঞ্চলের মানুষের দুর্ভোগ কাটার কোনো সম্ভাবনা নেই বলে মনে করছেন সচেতন মহল।