ধানের শীষে ভোট দেয়ার জন্য মানুষ প্রতিক্ষায় আছে – নাটোরে দুলু

IMG-20251116-WA0013

মনিরুল ইসলাম, নাটোর জেলা প্রতিনিধিঃ

বিএনপির কেন্দ্রীয় নেতা, সাবেক উপমন্ত্রী, নাটোর ২ আসন থেকে ধানের শীষের মনোনয়ন পাওয়া এ্যাডঃ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, এই বাংলাদেশের মানুষের একমাত্র প্রতীক ধানের শীষ, ধানের শীষ হচ্ছে দেশের মানুষের স্বাধীনতার প্রতি দাবি আদায়ের প্রতীক সার্বভৌমত্বের প্রতীক হচ্ছে এই ধানের শীষ,এই ধানের শীষের প্রতীকে ভোট দেওয়ার জন্য মানুষ অপেক্ষায় আছে,আর এইজন্য আপনাদের কাছে আমার অনুরোধ এই হাসিনা ইন্ডিয়ায় বসে নানান ষড়যন্ত্র চক্রান্ত করছে, তাদের টার্গেট বিএনপিকে ঠেকাইতে হবে প্রয়োজন হলে এই আওয়ামী লীগ পাকিস্তানের সাথে হাত মিলাবে প্রয়োজন হলে জামাতের সাথে হাত মিলাবে।
তিনি শনিবার(১৫ নভেম্বর) বিকেলে নাটোর সদরের ১ নং.ছাতনী ইউনিয়নের পন্ডিত গ্রাম সাবিনা ইয়াসমিন ছবি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ধানের শীষের প্রতীক কে বিজয়ী করার লক্ষ্যে কর্মী সম্মেলনে এই সব কথা বলেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহবায়ক রহিম নেওযাজ, যুগ্ম আহব্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাব,জেলা বিএনপির সদস্য শহিদুল ইসলাম বাচ্চু, নাসিম উদ্দিন নাসিম,কাজী শাহ আলম, সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি রফিকুল ইসলাম, যুব দলের সভাপতি এহাই তালুকদার ডালিম সহ বিএনপির নেতা কর্মিরা।