দীর্ঘ ১৭ বছর পর নিজ নির্বাচনী এলাকা গণসংযোগে ও ৩১ দফা লিফলেট বিতরণে ব্যস্ত লুৎফুজ্জামান বাবর
লুৎফুর রহমান হৃদয়, নেত্রকোনা জেলা স্টাফ রিপোর্টারঃ
নিজ নির্বাচনী এলাকা নেত্রকোনা-৪ আসনের মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরী উপজেলায় নির্বাচনী গণসংযোগ এবং রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফার লিফলেট বিতরণে ব্যস্ত সময় পার করছেন বিএনপি মনোনী প্রার্থী সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।
আজ রনিবার (১৬ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত তিনি দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে নিজ উপজেলা মদনের কাইটাইল ইউনিয়নের বাঁশরী মেহেরুন্নেছা উচ্চ বিদ্যালয়, বাড়রী বাজার, খাগুরিয়া, জাওলা বাজার ও বড়তলা বাজারসহ বিভিন্ন এলাকা ঘুরে পথসভা ও ৩১ দফার লিফলেট বিতরণ করেন।
বাঁশরী মেহেরুন্নেছা উচ্চ বিদ্যালয় মাঠে জনসভায় লুৎফুজ্জামান বাবর বলেন, আমি দীর্ঘ ১৭ বছর জেলে ছিলাম। আমাকে অনেকগুলো দণ্ড দেওয়া হয়েছে। আবারো এভাবে এলাকায় এসে নির্বাচনী প্রচারণা চালাতে পারব- তা কখনও ভাবিনি। মহান আল্লাহ তায়ালা আমাকে এই সুযোগ করে দিয়েছেন। তিনি বলেন, এখন আমার প্রথম চিন্তাই হল আখেরাত। তারপর আমার এলাকার জনগণ ও পরিবার।
হাওরাঞ্চলের মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরী এই তিন উপজেলার উন্নয়ন ও বেকার তরুণ তরুণীদের জন্য কর্মসংস্থান সৃষ্টি এবং মাদক মুক্ত সমাজ বির্নিমাণই এখন প্রধান লক্ষ্য বলেও জানান বাবর।
