আমার নির্বাচনী এলাকায় মাদক দেখতে চাই না ! লুৎফুজ্জামান বাবর
মোঃ রাসেল আহমেদ, মদন (নেত্রকোণা) প্রতিনিধিঃ
নেত্রকোণা-৪ (মদন, মোহনগঞ্জ, খালিয়াজুরী) আসনের বিভিন্ন এলাকায় পথসভায় বক্তব্য দিতে গিয়ে বিএনপির মনোনীত প্রার্থী ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বলেন, “গত কয়েক বছরে মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরীতে মাদক ও জুয়ার বিস্তার ঘটেছে। আমি আমার নির্বাচনী এলাকায় মাদক দেখতে চাই না।”
তিনি আরও বলেন,
“যুব সমাজকে বাঁচাতে হলে মাদক ও জুয়ার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া জরুরি। নির্বাচিত হলে এ বিষয়ে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে।”
এদিন তিনি মদন উপজেলার ৮ নং ফতেপুর ইউনিয়নের নানার বাড়িতে দীর্ঘ ১৮ বছর পর আসেন। নিজের শেকড়ের টানে বহু বছর পর তাকে এলাকাবাসীর সামনে পেয়ে স্থানীয় মানুষজন আনন্দে আপ্লুত হন। গ্রামবাসী, নির্বাচনী কর্মী ও শুভানুধ্যায়ীরা তাকে উষ্ণ শুভেচ্ছা ও ভালোবাসায় বরণ করে নেন।
রোববার তিনি মদন উপজেলার বিভিন্ন গ্রাম, হাট–বাজার ও শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে তার ঘোষিত ৩১ দফা উন্নয়ন রূপরেখা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ করেন।
মনোনয়ন পাওয়ার পর গত শুক্রবার প্রথমবার নিজ এলাকায় ফেরেন তিনি। সেদিন মদন উপজেলা পাবলিক হলের মুক্ত মঞ্চে তাকে গণসংবর্ধনা দেওয়া হয়। এরপর শনিবার সারাদিন তিনি উপজেলার বিভিন্ন স্থানে গণসংযোগ করে ধানের শীষে ভোট প্রার্থনা করেন।
