উল্লাপাড়ায় প্রতিবেশীদের হামলায় মা–মেয়ে আহত, হাসপাতালে ভর্তি

IMG-20251116-WA0008

মোঃ লিটন সরকার,
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার কয়ড়া ভাগলপুর এলাকায় প্রতিবেশীদের হামলায় এক নারী ও তার পুত্রবধূ গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৪ নভেম্বর ২০২৫) বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে কোহিনুর খাতুন (৪৫) বর্তমানে সিরাজগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন।

লিখিত অভিযোগে কোহিনুর খাতুনের ছেলে মোঃ মাসুদ রানা জানান, তাদের বাড়ির পাশেই আসামি মোহাম্মদ তফিজ উদ্দিনের পরিবারের বসবাস। সেদিন বিকেলে তফিজ উদ্দিনের নাতি ওবায়দুল্লাহ (৫) কোহিনুর খাতুনের রান্না করা চুলা ভেঙে ফেললে তিনি এ বিষয়ে প্রতিবাদ করেন। এতে ক্ষিপ্ত হয়ে তফিজ উদ্দিন (৬০), তার ছেলে আতাহার আলী (৩৫), স্ত্রী আলেয়া খাতুন (৫০) ও বিউটি খাতুন (২৫)সহ কয়েকজন বাড়িতে ঢুকে হামলা চালায়।

অভিযোগে বলা হয়, আসামিরা শাবল, হাতুড়ি, লাঠি ও লোহার রড দিয়ে কোহিনুর খাতুনকে এলোপাতাড়ি মারধর করে তার হাত, পিঠ ও শরীরের বিভিন্ন স্থানে জখম করে। হামলার সময় তাকে মাটিতে ফেলে পেট ও তলপেটে লাথি মারা হয়।

মাকে রক্ষায় এগিয়ে আসলে মাসুদ রনার স্ত্রী নুপুর খাতুনকেও মারধর করা হয়। অভিযোগ অনুযায়ী, তাকে মারপিট করে তার পরনের কাপড় টেনে হিঁচড়ে অপমানজনক পরিস্থিতি সৃষ্টি করা হয়।

আমাদের ডাক ও চিৎকারে প্রতিবেশীরা আগাইয়া এসে আসামিতের কবল থেকে রক্ষা করে ওই সময় আসামিরা নানা রকম ভয় ভিতি হুমকি দিয়ে চলে যায়। পরে আহত কোহিনুর খাতুনকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।

এ বিষয়ে উল্লাপাড়া থানার এসআই হালিমের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, অভিযোগটি হাতে পেয়েছি এবং তদন্ত করে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে