মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে ফেন্সিডিল গাঁজা মদ উদ্ধার, অনুপ্রবেশে দালালসহ ৭ জন আটক

IMG_20251115_220331

মোঃ আবু সাইদ শওকত আলী ,
খুলনা বিভাগীয় প্রধানঃ

ঝিনাইদহের মহেশপুর সীমান্তজুড়ে মাদক ও অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবির টানা অভিযানে বড় ধরনের সাফল্য মিলেছে।

শনিবার (১৫ নভেম্বর) বিকালে ৫৮ বিজিবির প্রেস রিলিজে জানানো হয়, ১৪ ও ১৫ নভেম্বর পৃথক অভিযানে নতুনপাড়া সীমান্ত থেকে ১৫ বোতল ফেন্সিডিল, নিমতলার আখক্ষেতের পাশ থেকে ৫ কেজি ভারতীয় গাঁজা এবং মেদিনীপুরের বাঁশবাগান থেকে ৩০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে ঝিনাইদহের মহেশপুর উপজেলার খোসালপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় দালাল তুফানসহ চার নারী ও এক বৃদ্ধকে আটক করেছে বিজিবি।

এ ছাড়া বাঘাডাঙ্গা কুমিল্লাপাড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় আরও একজনকে আটক করা হয়।

মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, সীমান্ত এলাকায় মাদক কারবারি ও অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে এই কঠোর অভিযান অব্যাহত থাকবে এবং নজরদারি আরও বাড়ানো হয়েছে।