পটুয়াখালী গলাচিপায় খাস জমি দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ ২৫ জন আহত

IMG-20251114-WA0017

মোঃনুহু ইসলাম,
স্টাফ রিপোর্টারঃ

পটুয়াখালীর গলাচিপা উপজেলার চরবিশ্বাস ইউনিয়নের চরবাংলা এলাকায় সরকারি খাস জমি দখলকে কেন্দ্র করে ইউনিয়ন বিএনপির ওয়ার্ড সভাপতি আনোয়ার হাওলাদার গ্রুপ ও বিত্তহীন কৃষক সমবায় সমিতির সদস্যদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুর ১২টার দিকে এ সংঘর্ষে নারীসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন। সন্ধ্যায় গুরুতর আহতদের গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

আহতদের মধ্যে গলাচিপা হাসপাতালে ভর্তি আছেন বিএনপি নেতা আনোয়ার হাওলাদারের পক্ষের রিয়াজ মুসল্লী (৩৮), হাসান সিকদার (৩৭), নিজাম গাজী (৬৫), আলম হাওলাদার (২৫), সুমন খা (২২), আনোয়ার ফকির (৩৮), কবির মেলকার (৫৫) ও নুরু সিকদার (৭০)। এছাড়া চরবিশ্বাস হাসপাতালে ভর্তি রয়েছেন আরিফ (২৫), বাহাদুর (৩০) ও খবির সিকদার (৪৮)।

অন্যদিকে বিত্তহীন কৃষক সমবায় সমিতির সভাপতি সিরাজ খাঁ’র পক্ষের মধ্যে আহত হয়েছেন ফারুক মীর (৫৫), জালাল তালুকদার (৫০), শাহাবুদ্দিন তালুকদার (৪০), সিরাজ খা (৬৫), বারেক ফকির (৬০), আনোয়ার ফকির (৪৫), শফিক হাওলাদার (৩৫), শাহীন মীর (২৯), বাবুল তালুকদার (৪০), সোহেল তালুকদার (৩০), হাইয়ুম হাওলাদার (২৮), সোহেল খন্দকার (২৮), বেল্লাল ঢালী (৬০), তৈয়ব মোল্লা (৪৫), ফরহাদ (২৫), ছালেয়া বেগম (৬৫), ছালমা (৪৫), জাকিয়া (৪৫), নিলুফা (৪৫), আকলিমা (৩৮) ও খাদিজা (৩৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে চরবাংলা এলাকার সরকারি খাস জমির ডিসিআর ও দখল নিয়ে বিত্তহীন কৃষক সমবায় সমিতির সভাপতি সিরাজ খাঁ’র নেতৃত্বে সমিতির সদস্যরা এবং ইউনিয়ন বিএনপির ওয়ার্ড সভাপতি আনোয়ার হাওলাদারের নেতৃত্বে তার অনুসারীদের মধ্যে বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার দুপুরে সেই বিরোধ সহিংস রূপ নেয় এবং উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

আহতদের স্বজনরা জানান, খাস জমি নিয়ে চলমান বিরোধ স্থানীয় প্রশাসনের মধ্যস্থতায় বিএনপি, গণঅধিকার ও বিত্তবহীন কৃষক সমবায় সমিতির মধ্যে জমি ভাগাভাগি করে দেয়া হয়। কিন্তু বৃহস্পতিবার ওই জমিতে আনোয়ার হাওলাদারের ও সিরাজ খা গ্রুপের লোকজন তরমুজ ক্ষেতের ঘর তৈরি করতে গেলে দুপক্ষের মধ্যে সংঘর্ষ সৃষ্টি হয়। এতে উভয়পক্ষের নারীসহ একাধিক ব্যক্তি আহত হয়। পরে গুরুতর আহতদের উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

আহত চরবাংলা বিত্তহীন কৃষক সমবায় সমিতির সদস্যদের অভিযোগ চরবিশ্বাস ইউনিয়ন বিএনপির সভাপতি বাকের বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক আব্দুল মতিন হাওলাদার ও ৯ নং ওয়ার্ড চরবাংলার সভাপতি আনোয়ার হাওলাদারসহ কয়েকজন স্থানীয় নেতা তাদের সমবায় সমিতির নামে ডিসিয়ার দেয়া জমিতে চাষাবাদে বাধা দিচ্ছেন এবং জোরপূর্বক জমি দখলের চেষ্টা করছেন।

অন্যদিকে আনোয়ার হাওলাদার পক্ষের দাবি সমবায় সমিতির সভাপতি সিরাজ খাঁ ও তার সহযোগীরা সরকারি জমি অবৈধভাবে দখল করে নিজেদের নামে একসনা ইজারার প্রত্যয়ন নিতে চাইছেন। তারা অভিযোগ করেন, সিরাজ খাঁ ভূমি অফিসকে ভুল বুঝিয়ে তাদের নামে বৈধ ডিসিয়ার বাতিলেরও চেষ্টা করেছেন। তারা আরও বলেন, খাস জমি সংক্রান্ত বিরোধটি বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে। হাইকোর্টে দায়েরকৃত দেওয়ানি মামলা (নং–৩৮২৮/২০২৫)-এ বর্তমানে অন্তর্বর্তীকালীন স্থিতাবস্থার আদেশ জারি আছে।

গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) আশাদুর রহমান বলেন, খাস জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। আনোয়ার হাওলাদার পক্ষের চাষাবাদের অনুমতি অন্যদিকে সিরাজ খা পক্ষের ডিসায়ার এ নিয়ে দুইপক্ষের বিরোধ। বৃহস্পতিবার তরমুজ ক্ষেতে ঘর তৈরি করা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ হয়। এতে দুইপক্ষের ২৫ জন আহত হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। এখনও কোন পক্ষ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

উল্লেখ্য, এর আগে খাস জমি দখল ইস্যুতে উভয় পক্ষই একাধিকবার সংবাদ সম্মেলন ও মানববন্ধন করেছে। স্থানীয় প্রশাসন একাধিকবার সমোঝোতার চেষ্টা করেছে।