নাটোরের বরাইগ্রামে ডিবির অভিযানে একটি মোটরসাইকেল,চাবির লক-০২টি,লক খোলা ০৮ টি চাবি সহ চোরচক্রের ০৪ জন গ্রেফতার।

IMG-20251114-WA0012

মোঃ নাহিদ ইসলাম,ক্রাইম রিপোর্টার নাটোর।

পুলিশ সুপার নাটোর মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস টিম অদ্য ১৪/১১/২০২৫ তারিখ ০১.০০ ঘটিকায় বিশেষ অভিযান ও রাত্রীকালীন রনপাহারা ডিউটি করাকালে নাটোর জেলার বড়াইগ্রাম থানাধীন জোনাইল ইউনিয়নের জোনাইল বাজারস্থ ইসলামিয়া খাবার হোটেলের সামনে হতে ধৃত আসামী ১।মোঃ আলামিন ফকির(৩১), পিতা-মৃত দুলাল ফকির, মাতা-মোছাঃ তহুরা বেগম, সাং-ক্ষিদ্রবড়িয়া, ইউপি-চৌগ্রাম, থানা-সিংড়া, ২।মোঃ সুজন আলী(২৫), পিতা-মৃত আবু বক্কর সিদ্দিক, মাতা-মোছাঃ হাসিনা বেগম, সাং-বেড় গঙ্গারামপুর, ইউপি-নাজিরপুর, থানা-গুরুদাসপুর, ৩।মোঃ উজ্জল (৩৫), পিতা-মৃত আব্দুল জব্বার মোল্লা, মাতা-মোছাঃ আঞ্জুয়ারা বেগম, সাং- বড় শাওইল (হাজীপুর), ৪।মোঃ মামুন আলী(৩০), পিতা-নূর মোহাম্মদ, মাতা-মোছাঃ আমেনা বেগম, সাং-বড় শাওইল (নতুনপাড়া),উভয় ইউপি-হাতিয়ান্দহ, থানা-সিংড়া, সর্ব জেলা-নাটোরগণদের আটক করেন।
গ্রেফতারকৃত আসামী ১। মোঃ আলামিন ফকির এর হেফাজত হতে একটি রেজিঃ বিহীন লাল কালো রংয়ের ডিসকভার-১১০ সিসি মোটরসাইকেল ও মোটরসাইকেলের দুইটি চাবি এবং একটি চাবি লক, দুইটি চাবি, আসামী ২। মোঃ সুজন আলী এর হেফাজত হতে একটি চাবি, আসামী ৩।মোঃ উজ্জল এর হেফাজত হতে একটি চাবি, আসামী ৪।মোঃ মামুন আলী এর হেফাজত হতে একটি চাবি লক, দুইটি চাবি উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামীগণদের বিরুদ্ধে বড়াইগ্রাম থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।