যশোরের নতুন ডিসি মোহাম্মদ আশেক হাসান

IMG-20251114-WA0010


মালিকুজ্জামান কাকা,যশোর প্রতিনিধিঃ
‘২০২৬ সালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন
জেলায় জেলায় নতুন জেলা প্রশাসক পদায়ন
যশোরে ফুলেল শুভেচ্ছা মোহাম্মদ আশেক হাসান
মহোদয় তিনি অভিভাবক হেথা তার উচ্চ উন্নয়ন
আশায় বুক বাঁধে যশোরবাসী হ্যা সিটি কর্পোরেশন
কৃষি মৎস পোনা খাঁটি খেজুর গুড় পাটালি প্ল্যান
মহতী উদ্যোগে নিস্চিত সামাজিক দুর্বত্ত হবে ম্লান। ‘
যশোরে নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ আশেক হাসান। তিন ফরিদপুরে জোনাল সেটেলমেন্ট অফিসার হিসেবে কর্মরত থাকা অবস্থায় এই পদায়ন।
একই সঙ্গে যশোরের জেলা প্রশাসক মো. আজহারুল ইসলামকে বদলি করা হয়েছে। । বৃহস্পতিবার দুইটি পৃথক প্রজ্ঞাপনে যশোরসহ দেশের ২৩ জেলার জেলা প্রশাসক (ডিসি) পদে বদলি ও পদায়ন করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের উপসচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়।
প্রথম ৯ জনের প্রজ্ঞাপন অনুযায়ী, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞাকে চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে বদলি করা হয়েছে। বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক এস. এম. মেহেদী হাসানকে লক্ষ্মীপুরের জেলা প্রশাসক করা হয়েছে। পরিকল্পনা বিভাগের উপসচিব সৈয়দা নুরমহল আশরাফীকে মুন্সিগঞ্জে, নৌপরিবহন মন্ত্রণালয়ের উপসচিব মো. সাইফুর রহমানকে নেত্রকোণায়, অর্থ বিভাগের উপসচিব মো. শাহাদাত হোসেন মাসুদকে চাঁপাইনবাবগঞ্জে, প্রধান উপদেষ্টার কার্যালয়ের পরিচালক (উপসচিব) মোহাম্মদ সাইফুল ইসলামকে নওগাঁয়, নৌপরিবহন মন্ত্রণালয়ের উপসচিব মো. আনোয়ার সাদাতকে খাগড়াছড়িতে এবং রাজশাহী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপসচিব) রেজা হাসানকে কুমিল্লার জেলা প্রশাসক হিসেবে পদায়ন করা হয়েছে।
জনবিভাগের উপসচিব মো. রায়হান কবিরকে নারায়ণগঞ্জের নতুন জেলা প্রশাসক হিসেবে পদায়ন করা হয়েছে। পৃথক আরেকটি ১৪ জনের প্রজ্ঞাপনে যশোরের নতুন ডিসি হিসেবে মোহাম্মদ আশেক হাসানকে বদলি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বর্তমান ডিসি মো. আজহারুল ইসলামকে কোথায় বদলি করা হয়েছে তা উল্লেখ করা হয়নি। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও এই প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।