নাটোরের বাগাতিপাড়ায় সাবেক ছাত্রলীগ সভাপতি বিদ্যুৎ আটক
মনিরুল ইসলাম, নাটোর জেলা প্রতিনিধিঃ
নাটোরের বাগাতিপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আতিক হাসান বিদ্যুৎ-কে পুলিশ আটক করেছে। মঙ্গলবার (১১ নভেম্বর ২০২৫) গভীর রাতে উপজেলার সান্যালপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাত গভীর হলে বাগাতিপাড়া থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে বিদ্যুৎকে আটক করে। তবে কোন অভিযোগে বা মামলার সূত্রে তাকে আটক করা হয়েছে—তা এখনও নিশ্চিত করে জানানো হয়নি।
এ বিষয়ে বাগাতিপাড়া থানার একটি দায়িত্বশীল সূত্র জানায়, ঘটনার তদন্ত চলছে, বিস্তারিত পরে জানানো হবে।
উল্লেখ্য, আতিক হাসান বিদ্যুৎ বাগাতিপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং স্থানীয় রাজনীতিতে তিনি সক্রিয়।
