সৌদি ফেরত পুত্রের ছুরিকাঘাতে পিতা খুন
মোরশেদুল আলম (সাতকানিয়া চট্টগ্রাম):
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় সৌদি প্রবাসী পুত্রের ছুরিকাঘাতে তার পিতা নিহত হয়েছেন। পারিবারিক কলহের জেরে বুধবার (৯ নভেম্বর) রাতে ইউসুফ ডাক্তারের বাড়ীর কাছাকাছি এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।
নিহত হলেন ৪ নম্বর কাঞ্চনা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের নয়া পাড়ার বাসিন্দা আহমদ হোসেন। তার ছেলে রিয়াদ হোসেন এ হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত।
স্থানীয় সূত্রে জানা যায়, পিতা-পুত্র উভয়ে সৌদি আরব থাকতেন। বর্তমানে রিয়াদ হোসেন টমটম চালক হিসেবে কাজ করেন। সেদিন রাত ৮টা ১৫ মিনিটের দিকে পারিবারিক বিষয় নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে রিয়াদ হোসেন ছুরি দিয়ে তার পিতা আহমদ হোসেনের গলায় আঘাত করে।
আহত অবস্থায় আহমদ হোসেনকে হাসপাতালে নেওয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন।
ঘটনাটি নিশ্চিত করে সাতকানিয়া থানা পুলিশ জানিয়েছে, খুনি রিয়াদ হোসেনকে গ্রেপ্তারে অভিযান চলছে। তবে আমাদের মনে রাখতে হবে হত্যা একটি জঘন্য পাপ: “যে কেউ কোনও প্রাণীকে হত্যা করল, সে যেন সমগ্র মানবজাতিকেই হত্যা করল।” (সূরা আল-মায়িদাহ, আয়াত ৩২) – কোনো কারণই হত্যাকে ইসলামে বৈধতা দেয় না।
পিতামাতা হচ্ছেন সন্তানের প্রথম ও প্রধান শিক্ষক। তাদের প্রতি দায়িত্বহীনতা সমাজের ভিত্তিকে নষ্ট করে।
পরিবার হচ্ছে সমাজের মূলভিত্তি। পারিবারিক কলহ ও সহিংসতা শুধু একটি পরিবারই নয়, গোটা সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যায়।
রাগ বা বিরোধের মুহূর্তে ধৈর্য্য ও সংযমই হলো যথার্থ মানবীয় গুণ। সহিংসতা কোনো সমাধান নয়, বরং তা সর্বনাশ ডেকে আনে।
আইনের শাসন ও ন্যায়বিচার অপরিহার্য। এমন জঘন্য অপরাধের জন্য দোষী ব্যক্তিকে অবশ্যই আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে।
এই মর্মান্তিক ঘটনা আমাদের সকলকে পারিবারিক বন্ধন মজবুত করা,(পরস্পর শ্রদ্ধা) এবং সমস্যায় ধৈর্য্য ও সংলাপের মাধ্যমে সমাধান খোঁজার গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়।
