লালমনিরহাট জেলা পুলিশের বিশেষ অভিযানে ব্যাংক প্রতারণা চক্রের দুই সদস্য গ্রেফতার
আরমান হোসেন রাজু,জেলা প্রতিনিধি লালমনিরহাটঃ
লালমনিরহাট জেলা পুলিশের বিশেষ অভিযানে ব্যাংক একাউন্টের মাধ্যমে ১৭ লাখ ৫৪ হাজার টাকা প্রতারণা মামলায় জড়িত আন্তঃজেলা প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
মামলার বিবরণে জানা যায়, গত ০৭ সেপ্টেম্বর ২০২৫ খ্রিঃ দুপুর আনুমানিক ০২.০০ ঘটিকায় মোঃ জাবেদ আলী, পিতা-মৃত সোনা উল্লাহ, সাং–মৌজা শাখাতি, থানা–কালীগঞ্জ, জেলা–লালমনিরহাট, পূর্ব সিন্দুর্ণা ইউসিবি ব্যাংকের লোন একাউন্ট হতে নিজের একাউন্টে ৩০ লাখ টাকা ট্রান্সফার করেন।
কিন্তু তার অনুমতি ব্যতীত মাত্র কয়েক মিনিটের মধ্যে পরপর ৫টি ট্রান্সজেকশনের মাধ্যমে মোট ১৭,৫৪,০০০/- (সতের লক্ষ চুয়ান্ন হাজার) টাকা তার একাউন্ট হতে সিটি ব্যাংকের মাধ্যমে অজ্ঞাতনামা প্রতারকরা নিয়ে নেয়।
এ ঘটনায় হাতীবান্ধা থানায় মামলা নং–১৯, তাং–১২/০৯/২০২৫, ধারা–৪০৬/৪২০ পেনাল কোড ১৮৬০ অনুসারে একটি প্রতারণা মামলা রুজু করা হয়।
এরই প্রেক্ষিতে, লালমনিরহাট জেলার পুলিশ সুপার জনাব মোঃ তরিকুল ইসলাম মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায়, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, লালমনিরহাট এর নেতৃত্বে ডিবির একটি চৌকস টিম তথ্যপ্রযুক্তির সহায়তায় প্রতারণার ঘটনায় জড়িতদের সনাক্ত করে ঢাকা, নারায়ণগঞ্জ ও ফরিদপুর জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানে ফরিদপুর জেলার ভাঙ্গা থানার জাঙ্গালপাশা গ্রাম হতে ঘটনায় সরাসরি জড়িত দুইজনকে গ্রেফতার করা হয়। তারা হলেন—
১️⃣ মোঃ জোনায়েদ (৪১), পিতা–হাচেন ফরাজি
২️⃣ দুখাই মাতাব্বর (৪৭), পিতা–শাহ মাতাব্বর
উভয় সাং–জাঙ্গালপাশা, থানা–ভাঙ্গা, জেলা–ফরিদপুর।
গ্রেফতারকৃতরা একটি আন্তঃজেলা প্রতারক চক্রের সক্রিয় সদস্য, যারা দীর্ঘদিন ধরে ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে ব্যাংক প্রতারণা করে আসছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সঙ্গে সরাসরি জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
