রংপুর ডক্টরস কমিউনিটি হাসপাতালে রোগীর মৃত্যুকে ঘিরে উত্তেজনা, দালাল চক্রের বিরুদ্ধে ক্ষোভ ও রোগীর স্বজনদের আটক রাখার অভিযোগ

IMG_20251109_093217

রংপুর জেলা প্রতিনিধিঃ

রংপুরের বেসরকারি রংপুর কমিউনিটি (ডক্টরস) হাসপাতাল-এ হৃদরোগে আক্রান্ত এক রোগীর মৃত্যুকে ঘিরে ব্যাপক উত্তেজনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
নিহত রোগীর নাম মোকসেদ (৫০), তিনি নীলফামারীর ডোমার উপজেলার বসুনিয়া গ্রামের বাসিন্দা।

পরিবারের অভিযোগ, হার্টের সমস্যা নিয়ে মোকসেদকে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকরা তার অপ্রাপ্তবয়স্ক ছেলেকে ভুল বুঝিয়ে একটি বন্ডে স্বাক্ষর করিয়ে নেন। এরপর দ্রুততার সঙ্গে রোগীর হার্টে রিং পরানোর সিদ্ধান্ত নেওয়া হয়— যা পরিবারের দাবি অনুযায়ী ছিল “সম্পূর্ণ অপ্রয়োজনীয়”।

স্বজনদের আরও অভিযোগ, হাসপাতালের সঙ্গে যুক্ত একটি দালাল চক্র প্রায় দেড় লাখ টাকা হাতিয়ে এই অপারেশনের ব্যবস্থা করে। অপারেশন চলাকালীনই মোকসেদের মৃত্যু হয়, কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ তথ্য গোপন রেখে মৃতদেহকে আইসিইউতে (ICU) জীবিত হিসেবে প্রদর্শনের চেষ্টা করে।

পরে স্বজনদের সন্দেহ হলে তারা জোর করে আইসিইউতে প্রবেশ করেন এবং সেখানে মোকসেদকে মৃত অবস্থায় দেখতে পান। ওই দৃশ্য সামাজিক মাধ্যমে লাইভ সম্প্রচার করলে হাসপাতালের কর্মচারী ও পেটোয়া বাহিনী স্বজনদের ওপর হামলা চালায় বলে অভিযোগ ওঠে।
এ ঘটনায় কারমাইকেল কলেজ ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন শিক্ষার্থীসহ বহু মানুষ আহত হন।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে এবং পরে পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ জনতা হাসপাতাল ঘেরাও করে দোষীদের শাস্তি ও ঘটনার স্বচ্ছ তদন্তের দাবি জানান।

অভিযোগ রয়েছে, প্রশাসন ও হাসপাতাল কর্তৃপক্ষ ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে।
এদিকে এলাকাবাসী দ্রুত নিরপেক্ষ তদন্ত ও সংশ্লিষ্ট চিকিৎসক ও দালাল চক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।