রংপুরের ডক্টরস ক্লিনিকে হৃদরোগীর মৃত্যু; স্বজনদের অভিযোগ— মৃতদেহ আইসিইউতে রেখে তথ্য গোপন
বিশেষ প্রতিনিধিঃ
রংপুরের বেসরকারি ডক্টরস ক্লিনিক-এ হার্ট অপারেশনের পর রোগীর মৃত্যুকে ঘিরে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। মৃত রোগীর স্বজনদের অভিযোগ, মৃত্যুর পরও ক্লিনিক কর্তৃপক্ষ বিষয়টি গোপন রেখে মৃতদেহ আইসিইউতে (ICU) শুইয়ে চিকিৎসা চলছে বলে জানায় এবং অতিরিক্ত অর্থ দাবি করে।
স্বজনদের দাবি অনুযায়ী, তারা রোগীর অবস্থা জানতে চাইলে ক্লিনিক কর্তৃপক্ষ বারবার বলেন— রোগী “ক্রিটিক্যাল সিচুয়েশনে” আছে, দেখা করা যাবে না। এতে সন্দেহ হলে স্বজনরা জোর করে আইসিইউতে প্রবেশ করলে সেখানে চিকিৎসার নামে মৃতদেহ পড়ে থাকতে দেখেন।
ঘটনার পর তারা হাসপাতাল কর্তৃপক্ষের কাছে ব্যাখ্যা চাইলে উল্টো তাদের ভয়ভীতি ও মারধরের শিকার হতে হয় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। স্বজনদের দাবি, “ডক্টরস ক্লিনিক” বহুদিন ধরেই উচ্চ বিল, অনিয়ম ও প্রভাব খাটিয়ে চলছে।
তাদের অভিযোগ—
🔸 সাংবাদিকদের ফ্রি চিকিৎসা দিয়ে ক্লিনিক নিজেদের পক্ষে রাখে, যাতে কেউ নেতিবাচক সংবাদ প্রকাশ না করে।
🔸 নিকটস্থ থানার সঙ্গে প্রভাব খাটিয়ে আইনগত ব্যবস্থা এড়ানোর চেষ্টা করা হয়।
🔸 রোগীর স্বজনরা প্রতিবাদ করলে কিশোর গ্যাংয়ের সদস্যদের দিয়ে ভয় দেখানো ও মারধর করা হয়।
ঘটনার পর স্থানীয়ভাবে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হলেও এখন পর্যন্ত পুলিশ বা প্রশাসনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক তদন্ত শুরু হয়নি।
স্বজনরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে ডক্টরস ক্লিনিকের প্রশাসনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
