মাদক ব্যবসায়ী ও ডাকাত ছিনতাই দলের চক্র পুলিশকে হুমকি!
নিজস্ব সংবাদদাতাঃ
মোঃ আবু হানিফ বয়স ৫২ বছর পিতা মৃত্যু ওয়াদ আলী, (২ )মোঃ আরব আলী বয়স ৪৫ বছর পিতা মোঃ আসকর আলী,(৩)মোঃআঃ মতিন পিতা মোঃ আক্কাস আলী,( ৪ )মোঃ রাসেল বয়স ৪০ বছর পিতা মোঃশাহাজুদ্দিন, (৫ )মোঃ আক্তার হোসেন ৫০ বছর পিতা মোঃ হায়েত আলী, সর্বসাং- ইসলামপুর।
এবং ইসলামপুর এলাকাবাসী ১৪ নং ওয়ার্ড থানা বাসন জেলা গাজীপুর মহানগর গাজীপুর (১)মোছাঃআফছানা মিমি বয়স ২৮ বছর, (২) মোঃ মহসিন ৩০ বয়স, (৩)মোঃ মোরশেদ আলম বুলু ২৬ বছর সর্বপিতা মোঃ আশরাফ আলী সর্বমাতা মৃত্যু মরিয়ম সর্বসাং ইসলামপুর ১৪ নং ওয়ার্ড থানা বাসন জেলা গাজীপুর মহানগর গাজীপুর।
তাদের সন্ত্রাসী লোকজনের সহিত যোগসাজসে সর্বসময় আমাদের এলাকার শান্তিপ্রিয় লোকজনের সহিত আমাদেরকে খুন জখম চাঁদাবাজি চুরি ডাকাতি গাজা ইয়াবা ব্যবসা বিভিন্ন উপকর্ম মিথ্যা মামলার ভয়-ভীতি দেখিয়ে অর্থ আদায়।
এমন কি পুলিশের কাজে বাধা আসামি ছিনিয়ে নেওয়ার পায় তারা মোসাম্মৎ আফছানা মিমি সহ তার গুন্ডাবাহিনী।
এদের ভয়েতে এলাকাবাসী অতিষ্ঠ এলাকাবাসী সর্বময় আতঙ্কে থাকে কখন যেন কি করে ফেলে।
এদের সন্ত্রাসী কর্মকান্ডের জন্য এলাকাবাসী সর্বময় ভয় ভীতিতে দিনরাত পার করছে এলাকাবাসীসহ শান্তিপ্রিয় লোকজন নিয়ে তাহাদের সন্ত্রাসীদের ভয়ে শান্তিতে নিরাপদে চলাফেরা করিতে পারতেছি না।
মোছাম্মৎ আফসানা আক্তার মিম এবং তাহাদের সন্ত্রাসী গ্যাং প্রায় সময় আমাদের সাধারণ মানুষ গুলোকে তার্গেট করে বিভিন্ন হুমকি ধামকি প্রদর্শন করিয়া আসিতেছে।
গত ৩১/ ০৭/ ২০২৫ ইংরেজি তারিখে সময় অনুমান ১•৩০ ঘটিকায় আমাদের বর্ণিত গ্রামের অধিবাসী মোঃ জাহিদুল ইসলাম পিতা মোঃ আখতার হোসেনকে মিথ্যা মামলায় ফাঁসাবে মর্মে হুমকি দিয়ে ৩০, ০০০ হাজার টাকা দাবি করে।
এবং মেহেদী হাসান ফার্মেসী ঔষধ ব্যবসায়ী ইসলামপুর বাজার এর নিকট হইতে ৫০, ০০০ হাজার টাকা দাবি করে অন্যথায় মিথ্যা মামলায় ফাঁসাবে মর্মে হুমকি প্রদান করে।
এবং মোঃসজীব হোসেন পিতা মোঃ আরব আলী এর নিকট ৫০,০০০হাজার টাকা দাবি করে উক্ত টাকা না দিলে মিথ্যা মামলা দিবে বলিয়া হুমকি প্রদান করে।
১ মোসাম্মৎ আফছানা মিমি, স্টুডিও ইলেকট্রনিক পণ্য ব্যবসায়ী ইসলামপুর বাজারে মোঃরাসেল পিতা মোঃ সাহাজুদ্দিন এর নিকট ৫০,০০০ হাজার টাকা দাবি করে অন্যথায় মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি প্রদান করিয়া আসিতেছে।
আমাদের হুমকি-ধমকি দিয়ে আসিতেছে এবং আমাদের প্রাণ নাশের হুমকি ধামকি প্রদর্শন করিয়া আসিতেছে এরা আওয়ামী লীগ সরকারের দোসর এদের অত্যাচারে আমরা চরম হতাশা বিরাজ করতেছি এলাকাবাসী আতঙ্কে আছে।
এদের গ্যাং পার্টি কখন কার কি যেন ক্ষতি করে ফেলে এরা দিনে মাদক ব্যবসা রাতে চুরি ডাকাতি। এলাকাবাসীর দাবি এদের বিরুদ্ধে জরুরী ব্যবস্থা নিলে ইসলামপুর ১৪ নং ওয়ার্ডে শান্তি ফিরে আসবে।
