পটুয়াখালী গলাচিপা উপজেলার অন্তর্গত গোলখালী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি গাজী আজাদ মাহমুদের স্থগিতাদেশ প্রত্যাহার
মোঃনুহু ইসলাম,
স্টাফ রিপোর্টার বরিশালঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, পটুয়াখালী জেলা ছাত্রদলের সিদ্ধান্ত মোতাবেক গলাচিপা উপজেলা শাখার অধীনস্থ গোলখালী ইউনিয়ন ছাত্রদলের স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে।
উল্লেখ্য, গত ১৩ সেপ্টেম্বর ২০২৫ ইং তারিখে গোলখালী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি গাজী আজাদ মাহমুদ কে তার পদ থেকে স্থগিত ঘোষণা করা হয়েছিল। পরবর্তীতে সাংগঠনিক গতিশীলতা ও ধারাবাহিকতা বজায় রাখার স্বার্থে জেলা ছাত্রদলের নির্দেশে ওই স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়।
এ বিষয়ে গলাচিপা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক এম. দূর্জয় রুবেল এবং সদস্য সচিব সাব্বির আহমেদ প্রিতম এক যৌথ প্রেস বিজ্ঞপ্তিতে জানান,
“বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সর্বদা সংগঠনের ঐক্য, শৃঙ্খলা ও প্রগতির পক্ষে কাজ করে আসছে। গোলখালী ইউনিয়ন ছাত্রদলের স্থগিতাদেশ প্রত্যাহারের মাধ্যমে আমরা সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করতে চাই।”
প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়,
“গলাচিপা উপজেলা ছাত্রদলের আওতাধীন সকল ইউনিটকে আহ্বান জানানো হচ্ছে— সংগঠনের আদর্শ ও নেতৃত্বের প্রতি অনুগত থেকে ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে।”
প্রসঙ্গত, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল গলাচিপা উপজেলা শাখা সবসময় স্থানীয় পর্যায়ে ছাত্রদের ন্যায্য অধিকার ও গণতান্ত্রিক আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখে আসছে।
সূত্র: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, পটুয়াখালী জেলা গলাচিপা উপজেলা শাখা
