জেলা প্রশাসক আন্তঃউপজেলা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫
মোহাম্মদ সালাহ উদ্দিন, ময়মনসিংহ বিভাগের বিশেষ রিপোর্টারঃ
নেত্রকোনা জেলা প্রশাসক আন্তঃউপজেলা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫
উদ্বোধনী খেলায়, যা অনুষ্ঠিত হয়েছে উপচে পড়া ভিড়ের মধ্য দিয়েও কেন্দুয়া উপজেলা বিজয় লাভ করে দক্ষতার প্রমাণ দিয়েছে।
আজ ৮ নভেম্বর শনিবার নেত্রকোনা মুক্তারপাড়া মাঠে কেন্দুয়া উপজেলা বনাম পূর্বধলা উপজেলার মধ্যকার ফুটবল টুর্নামেন্টে বহুপরিশ্রমের প্রচেষ্টার ফসল আরিফের গোলে হিসাবে ১-০ গোলের ব্যবধানে বিজয় লাভ করেছে কেন্দুয়া উপজেলা।
এ জয় তাদের খেলা দেখতে আসা সমর্থকদের মধ্যে দারুণ খুশির সঞ্চার করেছে এবং দলটিকে সরাসরি সেমিফাইনাল পর্বে পৌঁছে দিয়েছে, যেখানে তাদের আরও শক্তিশালী প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে লড়তে হবে।
এই ম্যাচ জয়ের মাধ্যমে কেন্দুয়া উপজেলা তাদের শক্তি এবং প্রস্তুতির সুচিন্তিত উদাহরণ স্থাপন করেছে যা এই টুর্নামেন্টে তাদের আরও এগিয়ে নিয়ে যাবে।
এর আগে আজ সকালে কেন্দুয়া উপজেলার জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজিত দিন ব্যাপী কিচ্ছা উৎসবে কেন্দুয়া উপজেলার ফুটবল টিমকে পোশাক দিয়ে বরণ করেন উপজেলা নির্বাহী অফিসার ইমদাদুল হক তালুকদার।
