বগুড়া শেরপুরের গোলাপীর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার মহাসড়ক থেকে!

IMG-20251108-WA0003

মোঃ হোসেন আলী,
বগুড়া জেলা প্রতিনিধি:

বগুড়ার শেরপুরে প্রেমের টানে ঘর ছেড়ে আশা গোলাপী বেগম (২৮) এর লাশ উদ্ধার।
আজ শুক্রবার সকালে শাহজাহানপুর ও শেরপুরের মাঝামাঝি ফারহানা ফিলিং স্টেশনের সামনে ঢাকা -টু- বগুড়া মহাসড়ক থেকে গোলাপীর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশ।
নিহত গোলাপী কাফুরা পূর্বপাড়া গ্রামের ইকবাল হোসেনের মেয়ে। পারিবারিক সূত্রে জানা যায়, গোলাপীর দুই সন্তানের মা। টাউন কলোনী এলাকায় বিবাহিত যুবক ইমনের প্রেমে হাবুডুবু খায় গোলাপী বেগম।
গোলাপী ও ইমন পালিয়ে গিয়ে বিয়ে করেন তারা দু’জনে। ৫ দিন পর গোলাপীর পরিবার তাকে উদ্ধার করে নিয়ে আসেন। কিছুদিন পর আবারও গোলাপী ও ইমন পালিয়ে যায়। এ বিষয়ে গোলাপীর পিতা ইকবাল হোসেন বাদী হয়ে, শেরপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি)।
দুই মাস আগে তারা ফারহানা ফিলিং স্টেশনের সামনে একটি ভাড়া বাসায় বসবাস করতো। তবে ইমন ও তার প্রথম স্ত্রীর মধ্যে গোলাপির সাথে বিরোধ সৃষ্টি হয়। গোলাপিকে নির্যাতন করত ইমন, অভিযোগ তুলেছের গোলাপির চাচা জিয়াউল।
আজ শুক্রবার সকালে স্থানীয়রা মহাসড়কের পাশে ক্ষতবিক্ষত নারীর মরদেহ পড়ে থাকতে দেখে, পুলিশে খবর দেয়। হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে।
হাইওয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ রইচ উদ্দিন জানান, ঘটনাটি অস্বাভাবিক মৃত্যু হিসেবে রেকর্ড করা হয়েছে।
ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত মৃত্যুর কারণ জানা যাবে।