কেন্দুয়ায় উপজেলা প্রশাসন এবং স্বর্বস্বর এর আয়োজনে কিচ্ছা উৎসব উদ্বোধন।

IMG-20251108-WA0015

মোহাম্মদ সালাহ উদ্দিন, ময়মনসিংহ বিভাগের বিশেষ রিপোর্টারঃ

কথার নাই মাথা’ ব্যাঙে চিড়া খায়- বাপ বিয়া হবার আগে’ পুত-হউর বাড়িত যায়”-
এই ছন্দে, সুরে ও কথায় সংস্কৃতির অন্যতম শিকড় কিচ্ছাপালা নিয়ে নেত্রকোণার কেন্দুয়ায় এই প্রথম-বৃহত্তর আয়োজনে কিচ্ছা উৎসব উদ্বোধন করা হয়।

শনিবার ৮নভেম্বর বেলা সাড়ে এগারোটার সময় উপজেলা প্রশাসন ও স্বর্বস্বর এর আয়োজনে কেন্দুয়া সাহিত্য চর্চ্চা,জাসাস,উদিচি শিল্পীগোষ্ঠী, ঝংকার শিল্পীগোষ্ঠী,আবদুল মজিদ তালুকদার শিল্পী গোষ্ঠীসহ উপজেলার বিভিন্ন সংগঠনের সহযোগিতায় কেন্দুয়া জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে উপস্থিতি দর্শকদের নিজে ফুল ছিটিয়ে ও গান গেয়ে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ইমদাদুল হক তালুকদার ।

এই কিচ্ছা উৎসবে সারাদিন ও সারারাতব্যাপী কিচ্ছা পরিবেশন করবেন- কুদ্দুস বয়াতী, সায়িক সিদ্দিকী, দিলু বয়াতী, আশিক বয়াতী, অলিউল্লাহ বয়াতী, সবুজ বয়াতী, জসিম বয়াতী, মনসুর বয়াতী, হামিদ বয়াতী, শামীম বয়াতী, মজনু বয়াতী, উসমান বয়াতী, আনোয়ারা বয়াতী, ফজল করিম বয়াতী ও খোকন বয়াতীসহ বিভিন্ন বয়াতীবৃন্দ।
মিডিয়া পার্টনার হিসেবে আছে- কেন্দুয়া প্রেসক্লাব, কেন্দুয়া রিপোর্টার্স ক্লাব, কেন্দুয়া উপজেলা মিডিয়া ক্লাব ও জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাঈম-উল ইসলাম চৌধুরী, কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ (তদন্ত) মিহির রঞ্জন দেব, সর্বস্বরের সম্পাদক আবুল কালাম আল আজাদ, নাট্য ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব, মাসকা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জহিরুল ইসলাম স্বপন, কেন্দুয়া প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও পালা নাট্যকার রাখাল বিশ্বাস,গীতিকবি মীর্জা রফিকুল ইসলাম, গীতিকার ফজলুর রহমান, উপজেলা বিএনপির তথ্য ও বিজ্ঞান বিষয়ক সম্পাদক, জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম এর সভাপতি মোহাম্মদ সালাহ উদ্দিন সালাম, সাংবাদিক আবুল কাসেম, লেখক সাংবাদিক মহি উদ্দিন সরকার, লেখক ও সাংবাদিক রহমান জীবন, কোহিনূর আলম, সাংবাদিক শাহ আলী তৌফিক রিপন, মোঃ রুকন উদ্দিন, মোঃ লূৎফুর রহমান হ্রদয়, আবদুল আউয়াল খান, মোছাঃ মন্জুরা আক্তার লিলিসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ ।