দূর্নীতি বন্ধ করতে পারলে বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে বললেন -রফিকুল ইসলাম খান

IMG-20251107-WA0018

মোঃ লিটন সরকার,
সিরাজগন্জ জেলা প্রতিনিধিঃ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, দূর্নীতি বন্ধ করতে পারলে বাংলা দেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে। কোন দেশের কাছে গিয়ে ভিক্ষা করতে হবে না। কলকারখানা, মিল, ফ্যাক্টরি তৈরি হলে বেকারত্ব দূর হবে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ জামায়াতে ইসলামী উল্লাপাড়া পৌরসভার ২ নং ওয়ার্ডের আয়োজনে বিজ্ঞান মোড়ে সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি বলেন, এদেশ কারো বাবার না, কোন পরিবারের নয়, ১৮ কোটি মানুষের বাংলাদেশ।
এদেশের জণগণের ভোটেই সরকার গঠন হবে। বিনা ভোটে ক্ষমতায় যাওয়ার কোন সুযোগ নেই। সন্ত্রাস, চাঁদাবাজ ও দূর্নীতি মুক্ত বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। ৫ আগষ্টের পর একটি দল টেন্ডারবাজি, চাঁদাবাজি এমন কি পাথরও লুটপাট করেছে। দূর্নীতিতে বার বার চ্যাম্পিয়ন হয়েছে। দেশের মানুষ কোন চাঁদাবাজদের ক্ষমতায় দেখতে চায় না।

তিনি আরও বলেন, জামায়াত ক্ষমতায় গেলে রাজা হবে না, জনগণের সেবক হবে। দেশে কর্মসংস্থান তৈরি করা হবে। বেকার সমস্যা দূর করা হবে। বেকারত্ব দূর হলে সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ হবে।

উল্লাপাড়া পৌরসভা ২নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মো: সেলিম রেজা এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের আমীর ও সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান আলী, সিরাজগঞ্জ জেলা শিবিরের সভাপতি মো: আব্দুল আজিজ, উপজেলা জামায়াতের সাবেক আমীর ড. মাওলানা নজরুল ইসলাম, আব্দুস সামাদ মিয়া, উপজেলা জামায়াতের সেক্রেটারি মো: খায়রুল ইসলাম, পৌর জামায়াতের আমীর মো: আব্দুল করিম, সেক্রেটারি – মিজানুর রহমান, ২ নং ওয়ার্ড সেক্রেটারি – আলহাজ্ব মোস্তাক আহমেদ প্রমুখ।