উল্লাপাড়ার আলোচিত স্কুলের প্রধান শিক্ষক আব্দুল মজিদকে দায়িত্ব থেকে অব্যাহতি

IMG-20251107-WA0019

লিটন সরকার, উল্লাপাড়া উপজেলা প্রতিনিধি:-

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচিত মোমেনা আলী বিজ্ঞান স্কুলের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মজিদকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে তাকে প্রধান শিক্ষক পদ থেকেও অপসারণ করা হয়েছে।
এ ঘটনায় বিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক জাহাঙ্গীর আলমকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের জরুরি সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও উপজেলা মৎস্য কর্মকর্তা আতাউর রহমান জানান, বিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম ও শৃঙ্খলা রক্ষার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এরআগে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকেও এ বিষয়ে একটি নির্দেশনা জারি করা হয়েছে। অধিদপ্তরের পরিচালক (কলেজ ও প্রশাসন) অধ্যাপক বি. এম. আব্দুল হান্নান স্বাক্ষরিত ওই নোটিশে বলা হয় অর্থ কেলেংকারী, নারী কেলেংকারী ও দূর্নীতির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগের কারণে মোঃ আব্দুল মজিদকে প্রধান শিক্ষক পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।
প্রসঙ্গতঃ আলোচিত এই স্কুল থেকে বিগত সময়ে প্রায় ৭ কোটি টাকা আত্মসাৎ এর মামলায় কারাগারে রয়েছে রাকিবুল ইসলাম।