আনোয়ারা জুঁইদন্ডি ইউনিয়নে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত।
আহমদ রেজা, চট্টগ্রাম বিভাগী ব্যুরো প্রধান:
আজ ৭ই নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আনোয়ারা উপজেলার ১১নং জুঁইদন্ডি ইউনিয়নের ৩নং ওয়ার্ড কেন্দ্রীয় শাহী জামে মসজিদে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বহু দলীয় গণতন্ত্রের প্রবর্তক, স্বনির্ভর বাংলাদেশের রূপকার, মহান স্বাধীনতার ঘোষক বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম)-এর রুহের মাগফিরাত, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং দেশের সকল মুক্তিযোদ্ধাদের স্মরণে বিশেষ মোনাজাত করা হয়।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা বিএনপির শহীদ জিয়া প্রজন্ম দলের কেন্দ্রীয় কমিটির সচিব মো. আব্দুল আজিজ।
এ সময় উপস্থিত ছিলেন আহ্বায়ক কমিটির সদস্য শারবেত হোসেন (মিন্টু), মো. আখতারুজ্জামান বাবুল (৭নং ওয়ার্ড), মো. দিদার, মো. শহিদ, মো. তৈয়্যব, মো. কায়ছার এবং খোরশেদসহ স্থানীয় অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
মাহফিল শেষে মসজিদের ইমাম বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।
