মোরেলগঞ্জে ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়

IMG-20251107-WA0042

মোঃ ফিরোজ আহমেদ,
মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি:

সারাদেশের ন্যায় বাগেরহাটের মোরেলগঞ্জে ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) উপজেলা ও পৌরশাখার আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৭ নভেম্বর) সকাল ১০টায় বাজার পৌরপার্ক থেকে মোরেলগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির যৌথ ব্যানারে র‌্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে র‌্যালিটি কাপুড়িয়া পট্টি চৌরাস্তা মোড়ে এসে পথসভায় মিলিত হয়। এসময়
র‌্যালি ও পথসভাকে ঘিরে শহরে উপস্থিত বিএনপি নেতা কর্মীদের মাঝে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। নেতাকর্মীদের হাতে জাতীয় পতাকা, ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড আর স্লোগানে স্লোগানে মুখরিত হয় পুরো এলাকা।

উপজেলা বিএনপির সভাপতি শহিদুল হক বাবুল এর সভাপতিত্বে
পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল( বিএনপি) কেন্দ্রীয় কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক ড. এ.বি.এম. ওবায়দুল ইসলাম ভিসি।
তিনি বলেন, “৭ই নভেম্বর বাংলাদেশের ইতিহাসে গণজাগরণের দিন। এদিন সৈনিক ও জনগণ ঐক্যবদ্ধভাবে জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় অগ্রণী ভূমিকা রেখেছিল।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপি নেতা কাজী খায়রুজ্জামান শিপন, কেন্দ্রীয় তাঁতীদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ড. কাজী মনিরুজ্জামান মনির,জেলা বিএনপি সদস্য এ্যাড. ফারহানা জামান নিপা।

এসময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক সভাপতি আব্দুল মজিদ জব্বার, বর্তমান সভাপতি শিকদার ফরিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান মিলন, উপজেলা যুবদলের সদস্য সচিব বিএম রেজাউল করিম সোহাগসহ উপজেলা ও পৌর বিএনপি ও তার সকল অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।