সেন্ট্রাল হাসপাতাল, চাঁপাইনবাবগঞ্জে বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
আহসান হাবীব (চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জ শহরের সিটি বাইপাস রোডে অবস্থিত সেন্ট্রাল হাসপাতাল কর্তৃপক্ষ একাধিক পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে।
নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, নিম্নলিখিত পদগুলোতে যোগ্য প্রার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে—
ক্র. নং পদবির নাম শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা
০১ ম্যানেজার স্নাতক ২ বছর
০২ মার্কেটিং অফিসার (পুরুষ) স্নাতক ২ বছর
০৩ মার্কেটিং অফিসার (মহিলা) এইচএসসি/সমমান ২ বছর
০৪ রিসেপশনিস্ট এইচএসসি/সমমান ২ বছর
০৫ ডাক্তারের অ্যাটেনডেন্ট এসএসসি/সমমান ২ বছর
০৬ মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাবরেটরি) ডিপ্লোমা ইন ল্যাবরেটরি ২ বছর
০৭ অফিস সহকারী এইচএসসি/সমমান ২ বছর
০৮ আয়া অষ্টম শ্রেণি পাস প্রযোজ্য নয়
০৯ ক্লিনার প্রযোজ্য নয় প্রযোজ্য নয়
১০ সুইপার প্রযোজ্য নয় প্রযোজ্য নয়
আবেদনের শর্ত ও নিয়মাবলি:
আগ্রহী প্রার্থীদের আগামী ১৯ নভেম্বর ২০২৫ তারিখের মধ্যে আবেদন করতে হবে।
আবেদনপত্র পাঠাতে হবে হাসপাতালের পরিচালক বরাবর, ই-মেইলে: centralhospital2026@gmail.com
প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্র এবং সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি সংযুক্ত করতে হবে।
শুধুমাত্র যোগ্য প্রার্থীদের বাছাই শেষে মৌখিক পরীক্ষার তারিখ ও সময় মোবাইল ফোনে জানিয়ে দেওয়া হবে।
ঠিকানা:
সেন্ট্রাল হাসপাতাল,
বালার মোড়, মোহনা ২০০ গজ পশ্চিমে (নূরুল একাডেমি সংলগ্ন),
সিটি বাইপাস রোড, চাঁপাইনবাবগঞ্জ-৬
