কেন্দুয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

IMG-20251107-WA0021

মোহাম্মদ সালাহ উদ্দিন, ময়মনসিংহ বিভাগের বিশেষ রিপোর্টারঃ

নেত্রকোনার কেন্দুয়া উপজেলা বিএনপি ও তার সকল সহযোগী সংগঠনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত হয়েছে।

০৭ নভেম্বর শুক্রবার বিকেলে জেলা পরিষদ মিলনায়তন হল রুমে কেন্দুয়া উপজেলা বিএনপি ও তার সকল অংগ সহযোগী সংগঠনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে কেন্দুয়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভুইঁয়া’র সভাপতিত্বে- আলোচনা সভা শুরু হয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির নব নির্বাচিত সাধারণ সম্পাদক, কেন্দুয়া- আটপাড়া আসনের বিএনপির নমিনি আলহাজ্ব ডক্টর রফিকুল ইসলাম হিলালী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংগঠন জাসাস এর কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, জেলা জাসাসের সদস্য সচিব গজনবী চয়ন,কেন্দুয়া উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুল আউয়াল খান, গোলাম মোস্তফা ভুইঁয়া, সাধারণ সম্পাদক মোঃ মজিবুর রহমান ভুইঁয়া মজনু, পৌর বিএনপির সভাপতি খোকন আহমেদ ডিলার প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনা করেন- পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন খান ও উপজেলা যুবদলের সদস্য সচিব আতাউল হক মিন্টু।
বক্তব্য রাখেন- উপজেলা ছাত্র দলের আহবায়ক মোঃ সাইফুল ইসলাম ভুইঁয়া, উপজেলা জাসাসের আহবায়ক গোলাম মোস্তফা ভুইঁয়া হাবুল,  উপজেলা যুবদলের আহবায়ক মোঃ মাইন উদ্দিন,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুব আলম জরিপ, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলামসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

বক্তব্যে প্রধান অতিথি বলেন- আল্লাহ মহান, আল্লাহ মহান, আজকের এই দিনে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি, মরহুম জিয়াউর রহমান সিপাহি জনতাকে নির্দেশ দিয়ে দেশবাসীকে ঐক্য বদ্ধ করার জন্য।
তিনি আরও বলেন-১৯৭১ সালে জামাত শিবির, রাজাকার আলবদর বাহিনী পাকিস্তানি বাহিনী দিয়ে অনেক হয়রানি ও নির্যাতন করিয়েছে। আমাদের দেশের মা বোনদের পাকিস্তানি বাহিনী চিনতেন না-জানতেন না,তাদেরকে মা বোনদের ঘরে ঘরে নিয়ে দেখিয়ে দিয়ে মা বোনদের ইজ্জত নিয়ে চিনি মিনি খেলেছেন। আজ তারা নীতির কথা বলে, দেশ প্রেমের কথা বলে, তাদেরকে চিহ্নিত করুন।
অনেক চক্রান্ত চলছে আপনারা সতর্ক থাকুন।