কেন্দুয়ায় হিন্দু সম্প্রদায়ের অকুণ্ঠ সমর্থন ও ভালবাসায় ড. রফিকুল ইসলাম হিলালী

IMG-20251106-WA0004

মোহাম্মদ সালাহ উদ্দিন,ময়মনসিংহ বিভাগের বিশেষ রিপোর্টারঃ

নেত্রকোনা–৩ (কেন্দুয়া–আটপাড়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব ড. রফিকুল ইসলাম হিলালী–এর প্রতি হিন্দু সম্প্রদায়ের অকুণ্ঠ সমর্থন ও ভালোবাসার প্রকাশ ঘটেছে।

বুধবার (৫ সেপ্টেম্বর) রাতে কেন্দুয়া হরিসভা দুর্গা মন্দিরে হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন কমিটির নেতৃবৃন্দ ও সুধীজনদের সঙ্গে মত বিনিময় কালে উপস্থিত সবাই ড. হিলালীর অতীতের মানবিক ভূমিকার প্রশংসা করেন। তারা বলেন- দুঃসময়ে তিনি সর্বদা হিন্দু সম্প্রদায়ের পাশে থেকেছেন, নিরাপত্তা ও অধিকার রক্ষায় দায়িত্বশীল ভূমিকা রেখেছেন, তাই এবার নির্বাচনে তাঁর প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসার প্রতিদান দিতে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।

সভায় বক্তারা আরও বলেন- “ড. রফিকুল ইসলাম হিলালী কেবল একজন রাজনৈতিক নেতা নন, তিনি একজন মানবিক মানুষ। ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের প্রতি তাঁর সমান সহানুভূতি ও আন্তরিকতা রয়েছে। তিনি এমপি নির্বাচিত হলে কেন্দুয়া–আটপাড়া জুড়ে সম্প্রীতি, শান্তি ও উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে।”

প্রত্যুত্তরে ড. রফিকুল ইসলাম হিলালী বলেন-
“এই কেন্দুয়া বাজারের মাটিতেই আমার বেড়ে ওঠা। শৈশব, কৈশোর, যৌবনের প্রতিটি পরতে পরতে এই এলাকার মানুষের ভালোবাসা পেয়েছি। আমি কখনো কারও ক্ষতি করিনি, বরং চেষ্টা করেছি সবার পাশে থাকতে। আজ আপনাদের এই সমর্থন আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি।”

তিনি আরও বলেন-
“৪২ বছরের রাজনৈতিক জীবনে আমি তিলে তিলে স্বপ্ন দেখেছি—একদিন এই এলাকার উন্নয়নে নিজেকে উৎসর্গ করব। যদি জনগণ আমাকে নির্বাচিত করেন, তবে উন্নয়ন, সম্প্রীতি ও গণতন্ত্রের পুনরুদ্ধারের জন্য নিজেকে নিবেদন করব।”
সভায় সভাপতিত্ব করেন কেন্দুয়া হরিসভা দুর্গামন্দিরের সভাপতি সুবীর কুমার পোদ্দার,
সঞ্চালনা করেন কেন্দুয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সজল কুমার সরকার।
এ সময় বক্তব্য দেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহ্বায়ক দুলাল কান্তি চৌধুরী,
কেন্দুয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অনিল চন্দ্র ভদ্র,
উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভূইয়া, প্রেসক্লাব সভাপতি সেকুল ইসলাম খান, সাংবাদিক সমরেন্দ্র বিশ্ব শর্মা, অনুকূল সরকার, স্বপন দেবনাথ, সুনীল পোদ্দার, ভানু ভদ্র, উৎপল বিশ্বাস জয় প্রমুখ।
সভা শেষে মন্দির কমিটির নেতৃবৃন্দ আসন্ন নির্বাচনে ড. হিলালীকে বিপুল ভোটে বিজয়ী করতে অঙ্গীকার ব্যক্ত করেন।