খালিয়াজুরী ধেনু নদীতে অবৈধ স্থাপনা ও বাধ উচ্ছেদে করে উপজেলা প্রশাসন।
সারোয়ার পারভেজ বাবু,
নেত্রকোণা জেলা প্রতিনিধিঃ
নেত্রকোনা জেলার খালিয়াজুরী উপজেলার ধেনু নদীটি উত্তরের সিলেট সুরমা নদী হইতে প্রবাহিত হয়ে খালিয়াজুরী মধ্য দিয়ে দক্ষিণে ঢাকা বুড়িগঙ্গা নদীতে গিয়ে মিলিত হয়। উক্ত নদী দিয়ে সারাবছর বিভিন্ন মালবাহী নৌকা, জাহাজ, খারগো বালু, পাথর, কয়লা নিয়ে যাতায়াত করে।
উক্ত নদীর মাঝে প্রভাবশালী মহলের অসাধু লোকজন অবৈধভাবে কাটা বাঁশ দিয়ে বিভিন্ন স্থাপনা তৈরি করে বিভিিন্ন প্রজাতির মাছ ধরে। যার ফলে মালবাহী নৌকা, জাহাজ, ও খারগো চলাচলের পথে বাধা সৃষ্টি হয়,এমনকি নৌকা বা জাহাজ ডুবে বিভিন্ন দুর্ঘটনাও ঘটে থাকে।
এ বিষয়ে গত ৩০ শে অক্টোবর উপজেলা আইনশৃঙ্খলার সভায় খালিয়াজুরী প্রেসক্লাবের আহবায়ক মোহম্মদ হাবিবুল্লাহ উক্ত অবৈধ স্থাপনা গুলো উচ্ছেদের বিষয়ে প্রস্তাব করিলে,উপজেলা বিএনপির সভাপতি ও গাজীপুর ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রউফ স্বাধীন এবং জামাতের আমীর মোঃ ইসমাইল হোসেন যৌথভাবে সমর্থন করিলে, উক্ত অবৈধ স্থাপনা গুলো উচ্ছেদের জন্য সকলের সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাদির হোসেন শামীম ও ফিসারি অফিসার মোঃ মাহবুবুর রহমান উক্ত অবৈধ স্থাপনা গুলোর মধ্যে মোবাইল কোর্টের মাধ্যমে ৪ নভেম্বর মঙ্গলবার রসুলপুর হইতে জগন্নাথপুর এর মাঝামাঝি দুটি বাঁধ/ স্থপনা উচ্ছেদ করেন।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাদির হোসেন শামীম বলেন মোবাইল কোর্টের মাধ্যমে উক্ত স্থাপনা গুলো উচ্ছেদের সময় কোন মালিক বা রক্ষণাবেক্ষণকারী কোন ব্যক্তিকে পাওয়া যায় নাই। যদি পাওয়া যেত, তাহলে তাদেরকে আইনগতভাবে জরিমানা করা হতো।
