লালমনিরহাট সীমান্তে বিজিবির এক রাতের অভিযানে ভারতীয় কম্বল, ফেন্সিডিল ও গাঁজা জব্দ
প্রদীপ কুমার রায়,
ক্রাইম রিপোর্টার, (লালমনিরহাট):
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এক রাতেই টানা তিনটি বিশেষ অভিযানে ভারতীয় কম্বল, ফেন্সিডিল ও গাঁজা জব্দ করেছে বিজিবি। এসব অভিযান পরিচালিত হয় কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার অনন্তপুর, গোলকমণ্ডল ও বুড়িরহাট সীমান্ত এলাকায়।
বিজিবি সূত্রে জানা যায়, ৪ নভেম্বর রাতে বিশ্বস্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চোরাকারবারীরা সীমান্ত দিয়ে মাদক পাচারের প্রস্তুতি নিচ্ছে— এমন তথ্যের পর ১৫ বিজিবির বিভিন্ন বিওপি টহলদল বিশেষ অভিযান শুরু করে।
প্রথম অভিযানটি চালানো হয় রাত ১২টা ১০ মিনিটে অনন্তপুর বিওপি’র আওতাধীন পশ্চিম অনন্তপুর এলাকায়। টহলদল সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করলে চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে ভারতের ভেতরে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে ফেলে যাওয়া মালামাল থেকে ১৭টি ভারতীয় কম্বল উদ্ধার করা হয়।
একই রাতে আনুমানিক সাড়ে ১২টার দিকে গোলকমণ্ডল বিওপি’র আওতাধীন নামাটারি এলাকায় দ্বিতীয় অভিযান চালানো হয়। টহলদলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে গেলে ঘটনাস্থল তল্লাশি করে ৪.৭ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়।
এরপর রাত আনুমানিক আড়াইটায় বুড়িরহাট বিওপি’র টহলদল সীমান্তের নিকটে সন্দেহভাজন কয়েকজন ব্যক্তিকে ধাওয়া করে। তারা পালিয়ে গেলে তল্লাশিতে ৫০ বোতল ভারতীয় ফেন্সিডিল জব্দ করা হয়।
১৫ বিজিবির অধিনায়ক সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৪৬ হাজার ৯৫০ টাকা। এর মধ্যে ভারতীয় কম্বল ১৭টি (মূল্য ১,১০,৫০০ টাকা), গাঁজা ৪.৭ কেজি (মূল্য ১৬,৪৫০ টাকা) এবং ফেন্সিডিল ৫০ বোতল (মূল্য ২০,০০০ টাকা)।
এ ঘটনায় সংশ্লিষ্ট চোরাকারবারীদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।
