কেন্দুয়ায় মোবাইল কোর্টের অভিযান অব্যাহত,মোবাইল কোর্টে ৭ জনকে জরিমানা
মোহাম্মদ সালাহ উদ্দিন, ময়মনসিংহ বিভাগের বিশেষ রিপোর্টারঃ
নেত্রকোণার কেন্দুয়া পৌর সদরে আজ মঙ্গলবার দুপুর ১টা ১৫ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে সাতজনকে জরিমানা করা হয়েছে।
কেন্দুয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ও পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় পরিচালিত এ অভিযানে সরকারি আদেশ অমান্য করে রাস্তা দখল, যত্রতত্র পার্কিং এবং ড্রাইভিং লাইসেন্স না থাকার অপরাধে দণ্ডবিধি ১৮৬০ ও সড়ক পরিবহন আইন ২০১৮ এর বিভিন্ন ধারায় মোট সাতটি মামলায় ৭জন অভিযুক্ত ব্যক্তিকে ৩ হাজার ১’শ টাকা জরিমানা করা হয়।
অভিযানটি পরিচালনা করেন কেন্দুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাঈম-উল ইসলাম চৌধুরী। তিনি জানান- সড়ক শৃঙ্খলা বজায় রাখতে ও জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে এই ধরনের অভিযান চলমান থাকবে।
