নেত্রকোনা জেলার ৫ টি আসনের বিএনপির মনোনয়ন চুড়ান্ত করেছেন স্হায়ী কমিটি
                মোহাম্মদ সালাহ উদ্দিন, ময়মনসিংহ বিভাগের বিশেষ রিপোর্টারঃ
সারাদেশের বিএনপির দলীয় মনোনয়ন চুড়ান্ত ঘোষণা করার লক্ষ্যে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে দলের স্থায়ী কমিটির গুরুত্বপূর্ণ বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
৩ নভেম্বর সোমবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারর্পাসনের কার্যালয়ে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকে সারাদেশের ৩০০ আসনের বিএনপির প্রার্থী মধ্যে নেত্রকোনার ৫টি আসনের প্রার্থী ধানেরশীষ প্রতীক দিয়ে মনোনয়ন চুড়ান্ত তালিকা ঘোষণা করেন স্হায়ী কমিটি।
বৈঠকে সভাপতিত্ব করেন- ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, যিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত ছিলেন।
এরই ধারাবাহিকতায় নেত্রকোনা জেলার ৫ টি আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থীর নাম ঘোষণা করেন- বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
নেত্রকোনা-১ জনাব ব্যারিস্টার কায়সার কামাল, নেত্রকোনা-২ জনাব ডাঃ আনোয়ারুল হক, নেত্রকোনা-৩ জনাব ড. রফিকুল ইসলাম হিলালী, নেত্রকোনা-৪ জনাব লুৎফুজ্জামান বাবর ও নেত্রকোনা-৫ জনাব আবু তাহের তালুকদারকে চুড়ান্ত প্রার্থী হিসেবে দলের প্রাথমিক মনোনয়ন পেয়েছেন ।
এসময় বৈঠকে উপস্থিত ছিলেন- বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, আমির খসরু মাহমুদ চৌধুরী, গয়েশ্বর চন্দ্র রায়সহ অন্যান্য নেতৃবৃন্দ।
তারা বলেন- এই প্রার্থী তালিকা জনগণের প্রত্যাশা ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের প্রতিফলন হিসেবে গঠিত হয়েছে।
