হাতিবান্ধা সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ফেন্সিডিল ও গাঁজা জব্দ

IMG_20251103_175016


প্রদীপ কুমার রায়, ক্রাইম রিপোর্টার লালমনিরহাটঃ

লালমনিরহাটের হাতিবান্ধা সীমান্তে ১৫ বিজিবির বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ফেন্সিডিল ও গাঁজা জব্দ করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে ১৫ বিজিবির ঝাউরানী বিওপি টহলদল গত ৩ নভেম্বর রাত ১টা ৩০ মিনিটে খামারভাতী এলাকায় অভিযান চালায়। এসময় সীমান্তের কাছে কিছু সন্দেহভাজন ব্যক্তিকে ধাওয়া করলে তারা বিজিবির উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে ভারতের ভেতরে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ৪৪ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়।
এর আগে ২ নভেম্বর বিকেল ৫টা ৪৫ মিনিটে একই এলাকায় আরেকটি অভিযান চালায় বিজিবি। তাতেও পালিয়ে যাওয়া চোরাকারবারীদের ফেলে যাওয়া ৮৩ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মাদকদ্রব্যের বাজারমূল্য আনুমানিক ১ লাখ ৮০ হাজার ২০০ টাকা, যার মধ্যে ফেন্সিডিল ৮৩ বোতল: মূল্য ৩৩,২০০ টাকা
গাঁজা ৪৪ কেজি: মূল্য ১,৪৭,০০০ টাকা।
বিজিবি জানায়, দেশের তরুণ সমাজকে মাদকের অভিশাপ থেকে রক্ষায় সীমান্তে টহল ও গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।