উল্লাপাড়ায় জায়েদা জামাল মেমোরিয়াল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন
মোঃ লিটন সরকার,
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার কৃষকগঞ্জ বাজারে জায়েদা জামাল মেমোরিয়াল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সলপ উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক মোতালেব হোসেন খান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক ইত্তেফাক পত্রিকার উল্লাপাড়া প্রতিনিধি এ. আর. জাহাঙ্গীর।
বক্তারা বলেন, জায়েদা জামাল মেমোরিয়াল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে কোরিয়া থেকে আমদানিকৃত আধুনিক ও উন্নতমানের মেশিনের মাধ্যমে থেরাপি সেবা প্রদান করা হবে। তারা আরও বলেন, সেরাজেম ডিভাইস একটি কার্যকর থেরাপি প্রযুক্তি যা মানবদেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং মেরুদণ্ডজনিত ব্যথা ও সমস্যার কার্যকর সমাধান দিতে সক্ষম।
থেরাপি সেন্টারের পরিচালক মোঃ জহুরুল ইসলাম বিপ্লব শেখ জানান, দক্ষিণ কোরিয়ার বিশ্বমানের প্রোডাক্ট সেরাজেম বর্তমানে ১ নম্বর ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে। তিনি সেরাজেমের সকল গ্রাহককে আন্তরিক অভিনন্দন জানান।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিএমসি জেনারেল হাসপাতাল, মাটির ডালি, বগুড়ার পরিচালক মোঃ নাজমুল আলম, বেলকুচির সোগুনা ইসলামিয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মোঃ আব্দুস সামাদ আজাদীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান শেষে অতিথিরা হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন এবং এ উদ্যোগের সাফল্য কামনা করেন।
