এক রাতের বৃষ্টিতে মাটিতে লুটে পড়েছে কৃষকের স্বপ্ন
মোঃ হোসেন আলী,
বগুড়া জেলা প্রতিনিধি:
এক রাতের টানা বৃষ্টি ও ঝোড়ো হাওয়ায় বগুড়াসহ আশপাশের এলাকার বিস্তীর্ণ ধানক্ষেত মাটিতে নুয়ে পড়েছে। ফলে ঘরে তোলার আগেই ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা।
বৃহস্পতিবার রাত থেকে শুরু হওয়া প্রবল বৃষ্টি ও বাতাসে আধা পাকা ধানগাছগুলো মাটিতে পড়ে যায়। এতে জমিতে থাকা ধান পানিতে ডুবে গেছে, ফলে অনেক ক্ষেতেই ধান পচে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
স্থানীয় কৃষকরা জানান, কয়েক মাসের পরিশ্রম ও খরচের পর ধান ঘরে তোলার অপেক্ষায় ছিলেন তারা। কিন্তু এক রাতের প্রাকৃতিক দুর্যোগ তাদের সব স্বপ্ন ভেঙে দিয়েছে। এখন ধান কাটা ও শুকানোর কাজ আরও ব্যয়বহুল ও কষ্টকর হয়ে দাঁড়িয়েছে।
কৃষক আব্দুল জলিল বলেন, “সব আশা ছিল এ বছর কিছুটা লাভ হবে। কিন্তু এক রাতের বৃষ্টি সব শেষ করে দিল। এখন ক্ষতি পুষিয়ে ওঠা কঠিন।”
কৃষি বিভাগ জানিয়েছে, ক্ষতির পরিমাণ নিরূপণে মাঠপর্যায়ে জরিপ চলছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তার বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে বলেও জানানো হয়েছে।
স্থানীয় কৃষকদের দাবি, দ্রুত সরকারি সহায়তা ও পুনর্বাসন ব্যবস্থা না নিলে তারা চরম বিপদে পড়বেন।
