মদনে বর্ণাঢ্য আয়োজনে ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপিত
মোঃ রাসেল আহমেদ, মদন (নেত্রকোনা) প্রতিনিধিঃ
“সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোণার মদন উপজেলায় উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে ৫৪তম জাতীয় সমবায় দিবস ২০২৫।
শনিবার (১ নভেম্বর) সকাল ১১টায় জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়। পরে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পাবলিক হল মাঠে এসে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সমবায় কর্মকর্তা আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে এবং ফকির কালাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা (ভারপ্রাপ্ত) নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাকিব বিন জামান প্রত্যয়।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন—
“সমবায় হচ্ছে উন্নয়নের অন্যতম হাতিয়ার। গ্রামের সাধারণ মানুষকে সংগঠিত করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে সমবায়ের ভূমিকা অনন্য। সরকারের টেকসই উন্নয়ন বাস্তবায়নে সমবায়ের ভূমিকা আরও জোরদার করতে হবে।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মাসুদ করিম সিদ্দিকী, উপজেলা মৎস্য কর্মকর্তা এম. এ. ইউসুফ। তাঁরা বলেন—
“গ্রামীণ অর্থনীতির মূলভিত্তি হলো কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ। এসব খাতে সমবায় সংগঠন গড়ে উঠলে দেশ আরও দ্রুত অর্থনৈতিকভাবে এগিয়ে যাবে।”
এসময় সেরা উদ্যোক্তা মোঃ ইয়াসিন মিয়া ও মহিলা উদ্যোক্তা ফারজানা আক্তার তাদের সফল সমবায় কার্যক্রমের অভিজ্ঞতা তুলে ধরে বলেন—
“সমবায়ের মাধ্যমে নারী ও যুব উদ্যোক্তারা আত্মনির্ভরশীল হচ্ছে। সরকার যদি প্রয়োজনীয় দিকনির্দেশনা ও সহযোগিতা অব্যাহত রাখে, তাহলে গ্রামীণ অর্থনীতিতে আরও গতি আসবে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সমবায় সমিতির কর্মকর্তা, নারী ও পুরুষ উদ্যোক্তা, গণমাধ্যমকর্মীসহ সামাজিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ।
উল্লেখ্য, দেশের সর্বস্তরের মানুষের অর্থনৈতিক উন্নয়নে ঐক্য, সহযোগিতা ও সমতার ভিত্তিতে গড়ে ওঠা সমবায় আন্দোলনকে আরও বিস্তৃত করতে প্রতিবছর সারাদেশে জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়।
