মদনে ছেলের লাঠির আঘাতে বাবার মর্মান্তিক মৃত্যু

IMG-20251102-WA0006

মোঃ রাসেল আহমেদ, মদন (নেত্রকোনা) প্রতিনিধিঃ

নেত্রকোনার মদন উপজেলায় ঘটেছে এক হৃদয়বিদারক ঘটনা। নিজের ছেলের লাঠির আঘাতে মোস্তফা (৬৫) নামের এক বৃদ্ধ পিতা নিহত হয়েছেন। শনিবার (১ নভেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার মাঘান ইউনিয়নের ঘাটুয়া গ্রামের পূর্বপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত মোস্তফা ওই গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মোস্তফা মিয়ার ছেলে সাজ্জাদ (২৫) দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় বিভিন্ন স্থানে ঘুরে বেড়াতেন। শনিবার রাতে প্রতিদিনের মতো বাবা মোস্তফা রাতের খাবার খেয়ে ঘরে ঘুমিয়ে ছিলেন। হঠাৎ ছেলে সাজ্জাদ ঘরে ঢুকে লাঠি দিয়ে বাবাকে আঘাত করলে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান।

খবর পেয়ে স্থানীয়রা দ্রুত পুলিশকে খবর দেয়।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুল আলম শাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,

“প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি, মানসিক ভারসাম্যহীন ছেলের আঘাতে বৃদ্ধ পিতা নিহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং নিহতের পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এ ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। স্থানীয়রা জানান, মোস্তফা ছিলেন একজন শান্ত-ভদ্র মানুষ। তাঁর এমন মৃত্যুতে এলাকাবাসী গভীর শোক প্রকাশ করেছেন।